‘সরফরাজকে আটে নামানো বাজে সিদ্ধান্ত’
হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে নেমেও ব্যাটিংয়ে খুব একটা উন্নতি হয়নি ভারতের। যদিও তারা নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ২৮ রানের লিড নিয়েছে। ইনিংসটিতে সরফরাজ খানকে আট নম্বরে ব্যাটিংয়ে পাঠায় ভারত। এমন সিদ্ধান্ত পছন্দ হয়নি দেশটির ক্রীড়া বিশ্লেষক ও ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকারের। টেল-এন্ডারে নামা সরফরাজ ৪ বল খেলে কোনো রান না করেই আউট হয়ে যান।
মুম্বাইয়ের ওয়ানংখেড়ে স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট খেলছে ভারত ও নিউজিল্যান্ড। যেখানে প্রথম ইনিংসে মাত্র ২৩৫ রানেই গুটিয়ে যায় সফরকারীরা। বিপরীতে ভারত এই ম্যাচেও ব্যাটিংয়ে বিপর্যয় দেখেছে। তবে সেই বিধ্বস্ত অবস্থা কাটিয়েছে শুভমান গিল ও ঋষভ পান্তের ফিফটিতে। ২৮ রানের লিড নিয়ে অন্তত ভারত পাল্টা জবাব দেওয়ার ইঙ্গিত দিয়ে রেখেছে।
বিজ্ঞাপন
এদিকে, সরফরাজ ঘরোয়া ক্রিকেটসহ সব জায়গাতেই টপ অর্ডারে ব্যাট করে আসছেন। সেক্ষেত্রে জাতীয় দলের ম্যাচে কেন এত পরে নামানো হলো তা নিয়ে চলছে সমালোচনা। এজন্য টিম ম্যানেজমেন্টকে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন সাবেক ক্রিকেটার মাঞ্জরেকার, ‘ফর্মে থাকা একজন ক্রিকেটার, নিজের প্রথম তিন টেস্টে ৩টি ফিফটি ও বেঙ্গালোরে ১৫০ রানের ইনিংস আছে। যে স্পিন ভালো খেলে, তাকে লেফট-রাইট কম্বিনেশন মেলাতে গিয়ে ব্যাটিংয়ে নিচে নামিয়ে দেবে? ধারণা করতে পারছি না সরফরাজ আটে নামছে। ভারতের বাজে সিদ্ধান্ত!’
— Sanjay Manjrekar (@sanjaymanjrekar) November 2, 2024
নিচে নেমে সরফরাজ ৪ বল খেলেই আউট হয়ে যান এজাজ প্যাটেলের ডেলিভারিতে। তবে ভারতকে লিড এনে দিতে শেষদিকে ক্যামিও ইনিংস (৩৮ রান) খেলেন ওয়াশিংটন সুন্দর। তার আগে সেঞ্চুরির আশা জাগিয়েও ৯০ রানে আউট হয়ে যান শুভমান গিল। এ ছাড়া ঋষভ পান্ত ৬০ ও ওপেনার যশস্বী জয়সওয়াল ৩০ রান করলে ভারতের পুঁজি দাঁড়ায় ২৬৩–তে।
আরও পড়ুন
প্রসঙ্গত, ভারত-নিউজিল্যান্ডের চলমান টেস্টের ভেন্যু ওয়ানখেড়েতে বেশ ভালো পরিসংখ্যান রয়েছে সরফরাজের। প্রথম শ্রেণির ক্রিকেটে ৬টি ইনিংস খেলে এখানে ডানহাতি এই ব্যাটারের গড় ১৫০.২৫। ওয়ানখেড়েতে সরফরাজের রানের চিত্রটা এমন– ১৭৭, ৬, ৩০১*, ৪৪, ২১ ও ৫২*।
এএইচএস