শ্রীলঙ্কার কাছে হেরেও সুপার এইটে বাংলাদেশ
দিনের শুরুতে ওমানকে ৩৪ রানে হারিয়ে হংকং সিক্সেস টুর্নামেন্টে শুভসূচনা পেয়েছিল বাংলাদেশ। তবে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে এসেই হারের স্বাদ পায় টাইগাররা। শ্রীলঙ্কার কাছে হারতে হয়েছে বাংলাদেশকে। ৬ ওভারে ১০৮ রান তাড়া করতে নেমে মোহাম্মদ সাইফউদ্দিন ও জিসান আলমের ব্যাটে ৩ উইকেট হারিয়ে ৮৯ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ।
শ্রীলঙ্কার কাছে ১৮ রানে হেরে গেলেও ‘ডি’ গ্রুপের রানার্স-আপ সেরা আটে জায়গা করে নিয়েছে টাইগাররা। সুপার এইটে বাংলাদেশের প্রতিপক্ষ হতে পারে ভারত কিংবা সংযুক্ত আরব আমিরাত। বড় রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইনিংসের তৃতীয় বলেই ছক্কা মারেন ইয়াসির রাব্বি। ছক্কা হাঁকানোর পরের বলেই আউট হয়েছেন ডানহাতি এই ব্যাটার।
বিজ্ঞাপন
তিনে নেমে আরেক ওপেনার জিসান আলমকে সঙ্গ দিতে থাকেন মোহাম্মদ সাইফউদ্দিন। প্রথম ওভারে ১৪ রান করা বাংলাদেশ পরের ওভারে করে মাত্র ১০ রান। তৃতীয় ওভারে ছক্কা ও চারে ১৫ রান করে টাইগাররা। পরে ৪ ওভার শেষে বাংলাদেশের রান দাঁড়ায় ১ উইকেটে ৫২। ম্যাচ জিততে শেষ দুই ওভারে ৫৬ রান করতে হতো বাংলাদেশকে।
শেষ ওভারে তিন ছক্কা মারলেও জয় আর পাওয়া হয়নি বাংলাদেশের। শেষ পর্যন্ত ১৭ বলে ৪২ রানে অপরাজিত ছিলেন সাইফউদ্দিন। এর আগে ব্যাটিং করতে নেমে ৩ উইকেট হারিয়ে ৬ ওভারে ১০৭ রান করে শ্রীলঙ্কা। তাদের হয়ে সর্বোচ্চ ১৭ বলে ৪৮ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন লিহুরু মাদুশঙ্কা। এ ছাড়া থানুকা দাবারে ১২ বলে ৩২। বাংলাদেশের হয়ে এক ওভারে ৬ রানে ২ উইকেট নেন জিসান।
এসএইচ/এফআই