এক ম্যাচ হাতে রেখেই ভারতের বিপক্ষে সিরিজ নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। ঘরের মাঠে হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে নেমেছে আজ ভারত। এই টেস্টের একাদশে নেই জাসপ্রিত বুমরাহ।

মুম্বাইয়ের ওয়াংখেড়েতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক। ভারত তাদের একাদশে একটি পরিবর্তন এনেছে। বুমরাহর পরিবর্তে খেলছেন মোহাম্মদ সিরাজ। বুমরাহ পুরো ফিট না থাকায় খেলছেন না বলে জানিয়েছেন রোহিত শর্মা।

ঘরের মাঠে মূলত স্পিন বান্ধব উইকেটই বানায় ভারত। এবারও সেটাই করেছে। কিন্তু তাতে নিজেদের ফাঁদে যেন নিজেরাই আটকে গেছে। এই সিরিজে কিউই স্পিনারদের খেলতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে ভারতীয় ব্যাটারদের। অনেকে বলছেন, মান সম্পন্ন স্পিনারের বিপক্ষে খেলার মতো স্কিলের ঘাটতি আছে ব্যাটারদের। তবে তাতে একমত নন প্রধান কোচ। ঘুরে দাঁড়ানোর প্রত্যয় তার কণ্ঠে।

গতকাল সংবাদ সম্মেলনে গৌতম গম্ভীর বলেন, ‘আমি তা মনে করি না। কখনো কখনো প্রতিপক্ষ দলকেও কৃতিত্ব দিতে হয়। গত ম্যাচে মিচেল স্যান্টনার অসাধারণ ছিল। তবে আমরা কঠোর পরিশ্রম করে যাব। আরও উন্নতি করব। স্পিনের বিপক্ষে আমাদের দক্ষতা কমেছে বলে আমি মনে করি না।

ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, ঋষব পান্ত (উইকেটরক্ষক), সরফরাজ খান, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, আকাশ দীপ এবং মোহাম্মদ সিরাজ।

এইচজেএস