চলতি বছরের ফেব্রুয়ারিতে তিন ফরম্যাটের অধিনায়ক নির্বাচিত হয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। তবে বছর না ঘুরতেই সেই অধিনায়কত্ব ছাড়তে চান বাঁহাতি এই ব্যাটার। শান্তর নিজের পারফরম্যান্সও খুব একটা ভালো যাচ্ছে না কয়েক মাস ধরে। অনেকেরই ভাষ্য, নিজের দুর্বল ফর্মের কারণেই অধিনায়কত্ব ছেড়ে দিতে চান শান্ত।  

তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের ক্রিকেট ইতিহাসে ২য় বৃহত্তম হারের পর শান্ত শোনালেন ভিন্ন কথা। জানালেন ব্যাটিং করতে গিয়ে অধিনায়কের মতোই চাপ অনুভব করেন। এতে বাড়তি চাপ অনুভব হয় না বাংলাদেশ অধিনায়কের। 

চট্টগ্রাম টেস্ট শেষে আজ সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘একই (অধিনায়কত্ব ব্যাটিংয়ে চাপ হয় না)। আমার কাছে একবারও মনে হয়নি। আজকেও যখন ব্যাট করেছি, আমার মনে হয়নি আমি অধিনায়ক। অধিনায়ক তাই সবকিছু আমার একা করতে হবে এরকম কিছু না। আমি শুধু বল দেখি আর ব্যাট করি। ব্যাটিং করতে তো সবারই ভালো লাগে। চিন্তা থাকে কীভাবে বড় রান করতে পারি।’

এরপরেই শান্ত বললেন অধিনায়কত্ব উপভোগ করার কথা, ‘আমি এই বিষয়টা সবসময় বলে আসি, আগে থেকেই, বয়সভিত্তিক ক্রিকেট যখন খেলছি তখনও বলছি এই জায়গাটা আমি খুবই উপভোগ করি। শেষ কয়েকটা সিরিজ যে করেছি, মাঠের মধ্যে অনেক উপভোগ করেছি।’ 

নিজের ব্যাটিং ব্যর্থতা নিয়ে শান্ত বলেন, ‘হ্যাঁ, অবশ্যই। আমার কাছে মনে হয় আমি ব্যাটার হিসেবে যেহেতু উপরের দিকে ব্যাটিং করি, খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা ব্যাটার হিসেবে রান করা। যেটা আমার মনে হয় যে, হচ্ছে না।’ 

শান্ত এরপরেই জানালেন নিজের ব্যাটিংয়ে আরও মনোযোগী হওয়ার কথা, ‘সবথেকে খারাপ জিনিস হচ্ছে, আমার লাস্ট বেশ কয়েকটা ইনিংস দেখেন, ২০ থেকে ৪০ এর মধ্যে আমি আউট হচ্ছি- সেট হওয়ার পর আমি আউট হচ্ছি। যেটা একটা দলের জন্য বেশ ক্ষতিকারক। এ জায়গাটাতে আমার আরেকটু মনোযোগ দিয়ে ব্যাটিং করা উচিত। ’

এসএইচ/জেএ