প্রথম ইনিংসে ১৭৭ রান করেও আক্ষেপে পুড়ছেন জর্জি
চট্টগ্রাম টেস্টে দুই দিন শেষে স্পষ্টতই এগিয়ে দক্ষিণ আফ্রিকা। কারণ প্রথম ইনিংসে রীতিমতো রানের পাহাড় গড়েছে তারা। যেখানে বড় অবদান ওপেনার টনি ডি জর্জির। ২৬৯ বলে ১৭৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন তিনি। তারপরও ডাবল সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়ছেন এই ওপেনার।
দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে জর্জি বলেন, ‘সুযোগ ছিল আমার সামনে। এমন সুযোগ টেস্ট ক্রিকেটে সচরাচর পাবেন না আপনি। এত লম্বা সময় ব্যাট করা, হ্যাঁ অবশ্যই ডাবল এবং তার বেশিও করার সুযোগ ছিল।'
বিজ্ঞাপন
কাছাকাছি গিয়েও ডাবল সেঞ্চুরি মিস করাতে নিজের ভাগ্যকেই দুষছেন জর্জি। তিনি বলেন, 'তবে আজকে হয়ত আমার জন্য এটি ছিল না। তবে উইয়েন (মুল্ডার) এবং বাকিরা এসে সুযোগ কাজে লাগিয়েছে ফলে আমি বেশ খুশি।’
চট্টগ্রামের মাঠে ভালো খেলা নিয়ে ডি জর্জি জানান, ‘হয়ত মাঠটা ভালো, উইকেট ভালো। এমন উইকেটে সেট হলে রাজত্ব করতে পারবেন আপনি। রানা শর্ট বল করেছে কিছু। তবে উইকেট ভালো ছিল। গ্রায়েম (স্মিথ), নিল (ম্যাকেঞ্জি) যখন খেলেছিল তখন আমি স্কুলে পড়তাম (হাসি)। আমরা চেষ্টা করছি এভাবে এগিয়ে যাওয়ার।'
এসএইচ/এইচজেএস