দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ভালো অবস্থানে নেই বাংলাদেশ। জোড়া সেঞ্চুরিতে প্রথমদিন শেষে প্রোটিয়াদের সংগ্রহ ২ উইকেটে ৩০৭ রান। তবুও জয়ের আশা রাখছেন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স। দিন শেষে আজ সংবাদ সম্মেলনে এসে জানালেন দ্বিতীয় দিনের পরিকল্পনার কথা। 

সিমন্স বলেন, ‘এখন দলের ভাবনা হলো কাল সকালে এসে যত দ্রুত সম্ভব কিছু উইকেট নিতে হবে, প্রতিপক্ষকে দ্রুত অলআউট করতে হবে। পাকিস্তানে আমরা ভালো ফলাফল করেছি, প্রতিপক্ষ ৪০০-৫০০ রান করলেও ম্যাচ জিতেছি আমরা। জয়ের ভাবনা আছেই। দেখা যাক কাল সকালে কী করতে পারি। সবসময় প্রথমে ম্যাচ জেতার কথা ভাবতে হবে, এরপর অন্য কিছু।’

পরক্ষণেই উইকেট ব্যাটিংয়ের উপযোগী বলে মনে করিয়ে দিয়েছেন সিমন্স, ‘(দলের পারফরম্যান্স) একটু তো হতাশাজনকই। তবে এটা ব্যাটিংয়ের জন্য দুর্দান্ত উইকেট। বোলাররা ভালোই করেছে। কিছু সুযোগ হাতছাড়া হয়েছে, যা কাজে লাগাতে পারলে ৪-৫ উইকেট পড়ে যেতে পারত। দিনটা কঠিন। মুদ্রার উল্টো পিঠ। অবশ্যই হতাশাজনক।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ ফিল সিমন্স

ম্যাচটিতে চারজন বোলার নিয়ে নেমেছে বাংলাদেশ। তার ভেতর আবার একজন স্পিন অলরাউন্ডার (মেহেদী হাসান মিরাজ)। চারজন বোলার খেলানো প্রসঙ্গে টাইগার কোচ বলেন, ‘ফিফথ বোলার নিয়ে ভাবনা ছিল। আমরা (প্রথম টেস্টে) যেভাবে ব্যাট করছি, মাঝে-মাঝে অন্য সমীকরণও মেলাতে হয়। টেস্ট জিততে হবে– এটাই প্রথম লক্ষ্য। এত সহজে হাল ছেড়ে দেওয়া যাবে না। সেই সমীকরণ মেলাতে গিয়েই এমন একাদশ। আমি সবকিছু বিবেচনায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছি।’

উইকেট না পেলেও কম ইকোনমিতে বল করেছেন নাহিদ রানা। তাকে মনে ধরেছে বলেও উল্লেখ করেন সিমন্স, ‘ওকে পাকিস্তানেই দেখেছি। আমি অবশ্যই ওকে দেখে খুশি। ১৪০-১৪৫ কিমি বেগে বলেকয়ে বল করতে পারবেন না। তাকে দেখে ভালো লাগছে। সে যেন দ্রুত এবং সঠিক জায়গায় বল করতে পারে সেদিকে মনোযোগ দিতে হবে। দ্বিতীয় স্পেলে সেভাবে করতে পারেনি। তবে তাকে দেখে আমি মুগ্ধ।’

এসএইচ/এএইচএস