পাকিস্তান দলের ওয়ানডে ও টি-টোয়েন্টির প্রধান কোচের পদ থেকে আজই পদত্যাগ করেছেন গ্যারিস কারস্টেন। তিনি দায়িত্ব ছাড়ার কয়েক ঘন্টার মধ্যেই এবার নতুন কোচের নাম ঘোষণা করল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সাদা বলের ক্রিকেটে অন্তর্বর্তীকালীন হেড কোচ হিসেবে জেসন গিলেস্পিকে দায়িত্ব দিয়েছে পিসিবি।

দুই বছরের জন্য কারস্টেনের সঙ্গে চুক্তি করেছিল পিসিবি। তবে চার মাস পরই দায়িত্ব ছাড়লেন তিনি। কারস্টেন দায়িত্ব ছাড়ায় লাল বলের হেড কোচ গিলেস্পিকে ওয়ানডে এবং টি-টোয়েন্টির দায়িত্বও দিয়েছে পিসিবি। শুধুমাত্র অস্ট্রেলিয়া এবং জিম্বাবুয়ে সফরের জন্য সাদা বলের প্রধান কোচ হচ্ছেন তিনি।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদ মাধ্যম জানিয়েছে, 'জেসন গিলেস্পি পরের মাসে অস্ট্রেলিয়া সফরে সাদা বলের সিরিজে পাকিস্তানের প্রধান কোচের দায়িত্ব পালন করবে। কেননা গ্যারি কারস্টেন তার ইস্তফা জমা দিয়েছে, বোর্ড তা গ্রহণ করেছে।'

গতকালই ২৫ সদস্যের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করে পিসিবি। সেই চুক্তি প্রকাশের আগে না কি কিছু জানানোই হয়নি কারস্টেনকে। এদিকে গতকাল রাতেই ওয়ানডে ও টি-টোয়েন্টিতে পাকিস্তানের নতুন অধিনায়কত্ব দেয়া হয় রিজওয়ানকে। পাকিস্তানের গণমাধ্যমের খবর, পিসিবির নেয়া সেই সিদ্ধান্তও পছন্দ হয়নি কারস্টেনের।

এ ছাড়া নতুন সিদ্ধান্ত অনুযায়ী কোনও ম্যাচে খেলোয়াড়দের একাদশ গঠনে কোচের ভূমিকা থাকবে না, এই নিয়মটিও মেনে নিতে চাননি কারস্টেন। সবমিলিয়ে গতকাল রাত থেকেই গুঞ্জন ওঠে পাকিস্তান ছাড়তে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই ওপেনার। যা শেষ পর্যন্ত সত্যি হয়েছে।

এইচজেএস