অধিনায়কত্ব কেন কঠিন হচ্ছে শান্তর, জানাল বিসিবি
গত কয়েকমাস ধরে ব্যাটিংয়ের ফর্মটা ভালো যাচ্ছে না নাজমুল হোসেন শান্তর। ব্যাট হাতে অধারাবাহিতকার পাশাপাশি ভারত সফরে দলের বাজে পারফরম্যান্স আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টে হারের কারণে কাঠগড়ায় শান্ত। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জেতার দেড় মাসের মাথায় মুদ্রার বিপরীত পিঠ দেখে ফেলেছেন বাংলাদেশ ক্রিকেটের তিন ফরম্যাটের অধিনায়ক।
বিশেষত এই সময়ে ব্যক্তিগতভাবেও ব্যাটিংয়ে তিনি ব্যর্থ। এরই মাঝে তার অধিনায়কত্ব ছাড়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছে। ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক ফর্ম আর নানাবিধ সমালোচনায় এমন সিদ্ধান্ত নিয়েছেন শান্ত। তবে টাইগার এই ব্যাটারের জন্য অধিনায়কত্ব কঠিন সেটা মেনে নিয়েছেন বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিম নিজেও।
বিজ্ঞাপন
আজ শনিবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি পরিচালক ফাহিম বলেন, ‘এত প্রতিভাবান একজন খেলোয়াড়, সম্প্রতি ভালো খেলেছে, দুর্দান্ত একজন ব্যাটার। সে আমাদের কারণেই ক্যাপ্টেন্সি করতে পারছে না। আমাদের মতো একটা দেশের ক্যাপ্টেন হওয়া মানে সবসময় চাপে থাকতে হবে, সবসময় ভালো পারফরম্যান্স হবে না। আমরা যে পরিমাণ সমালোচনা করি, তার জন্য কঠিন হয়ে যাচ্ছে।’
সমালোচনার কারণেই শান্ত পারফর্ম করতে পারছেন না দাবি করে ফাহিম বলেন, ‘তার ভালো না খেলার কারণও হয়ত সেটা। ওকে সাপোর্ট দেওয়া, পাশে থাকার খুব প্রয়োজন ছিল। মনে রাখা উচিৎ ও বাংলাদেশ দলের ক্যাপ্টেন, দলটা খুব অধারাবাহিক। ও নিজেই খুবই তরুণ একজন খেলোয়াড়। আরেকটু সহানুভূতিশীল হওয়া প্রয়োজন ছিল।’
আরও পড়ুন
শান্ত অধিনায়ক না থাকলে কাকে দায়িত্ব দেওয়া হবে ফাহিম বলেন, ‘ও যদি না থাকতে চায় কারও না কারও কাছে যেতে হবে। তাকেও একই জিনিসের মুখোমুখি হতে হবে। আমাদের উচিৎ হবে অধিনায়ক যেই হোক তার যেন পাশে থাকি। হুট করে ওয়াহ, মাদুগলে, ইমরান, ধোনি হওয়া যায় না। সময় দিতে হবে। আমাদের সংস্কৃতিতে অধিনায়ক গড়ে ওঠে না। এত চাপ তৈরি করা অনুচিত।’
এসএইচ/জেএ