ইতোমধ্যেই টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন সাকিব লা হাসান। টেস্ট থেকেও  অবসরের ঘোষণা দিয়ে রেখেছেন। দেশসের মাটিতে খেলে ব্যাট-প্যাড তুলে রাখতে চেয়েছিলেন এই অলরাউন্ডার। তবে সেটা হয়নি নিরাপত্তা জনিত কারণে। হয়তোবা সাদা পোশাকে আর খেলা হবে না তার।

মিরপুর টেস্টে সাকিব না থেকেও যেন ছিলেন। ধারাভাষ্য দিতে আসা দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি সাবেক ক্রিকেটার শন পোলক গতকাল মিরপুর টেস্ট শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাকিবের প্রশংসা করেছেন।

তিনি বলেন, ‘আসলে দূর থেকে দেখলে, আমি তার পারফরম্যান্সের বিস্তারিত জানতে পারব না। আমার চেয়ে আপনারাই হয়ত তাকে বেশি দেখেছেন, বেশি জানবেন। সবাই তাকে সমর্থন করে, সম্মান করে। দক্ষিণ আফ্রিকা সফরে শেষবার সে যায়নি। সেখানে দেখিনি তাকে। ব্যাট হাতে তার যে গড়, দলকে বারবার নেতৃত্ব দিয়ে যাওয়া, সিনিয়র প্লেয়ার, ব্যাটিং-বোলিং মিলিয়ে আমার কাছে মনে হয় সে দুর্দান্ত।’ 

বর্তমানে বিশ্বের সেরা অলরাউন্ডার কে? এমন প্রশ্নের জবাবে পোলক বলেন, ‘(রবিচন্দ্রন) অশ্বিনের রেকর্ড বেশ ভালো। বেন স্টোকস রয়েছে। অনেকেই ভালো রয়েছে। টি-টোয়েন্টি ক্রিকেটের কারণে আসলে এদের আধিক্য দেখা যাচ্ছে। কেউ কিছু ওভারের সাথে কিছু চার-ছক্কা হাঁকাতে পারলেই আমরা ভাবি এই যে অলরাউন্ডার। কিন্তু জেনুইন অলরাউন্ডার হচ্ছে যারা কিনা আরও একটু ভালো। ফলে স্টোকস, অশ্বিন কাছাকাছি রয়েছে। বোলিং এবং ব্যাটিংয়ে দুটিতেই দারুণ তারা। অশ্বিন বোলিংয়ে বেশি ভালো, ব্যাটও ভালো করছে সেঞ্চুরি করলো অনেকগুলো। দলে অবদান রাখছে। তারাই মনে হয়।' 

এসএইচ/এইচজেএস