সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো পারফর্ম করে সবার নজর কেড়েছিলেন রিশাদ হোসেন। নতুন করে দেশের লেগ স্পিন বোলার হিসেবে ক্রিকেটে আশা দেখাতে শুরু করেন। টি-টোয়েন্টি ক্রিকেটে রাঙাতে শুরু করলেও এখনো লাল বলের ক্রিকেটে অভিষেক হয়নি রিশাদের।

আজ (বুধবার) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় দিন শেষে সেই রিশাদের কথা মনে করালেন মুশতাক আহমেদ। 

সংবাদ সম্মেলনে টাইগার কোচ বলেন, ‘আমার মনে হয় সে বাংলাদেশের খুব ভালো ভবিষ্যৎ, বিশেষ করে সাদা বলে। বিশ্বকাপে তো দেখলেনই। বিশ্বের সব ফ্র্যাঞ্চাইজি লিগে, আন্তর্জাতিক পর্যায়ে তার ওপর নজর আছে। সে আপনাকে উইকেট এনে দিতে পারে, যে কোনো সময় ম্যাচ জেতাতে পারে।’

রিশাদকে টেস্ট দলে দেখতে চান কি না এমন প্রসঙ্গে মুশতাক জানান, ‘দারুণ স্পিন, ভালো গতি, ড্রিফট, লম্বা একজন লেগ স্পিনার, ভালো গুগলি দেওয়ায় শিখছে। তাকে প্রথম শ্রেণির ক্রিকেট খেলতে হবে। ভালোভাবে ৪-১০ ওভার করার সাথে ওকে ২৫ ওভার করাও শিখতে হবে, আর তা শুধু প্রথম শ্রেণির ক্রিকেটেই সম্ভব।'

এসএইচ/