ইমার্জিং এশিয়া কাপ
বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশের লক্ষ্য ১৬২
হংকংকে হারিয়ে ইমার্জিং এশিয়া কাপে শুভসূচনা করলেও, টানটান উত্তেজনাপূর্ণ পরের ম্যাচে আফগানিস্তানের কাছে হেরে যায় বাংলাদেশ ‘এ’ দল। ফলে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে তাদের তৃতীয় ম্যাচটি হয়ে পড়েছে বাঁচা-মরার লড়াই। এমনিতেই সাম্প্রতিক সময়ে এই দুই দলের লড়াই ভক্তদের বাড়তি রোমাঞ্চ জোগায়। যেখানে লঙ্কানরা নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশকে ১৬২ রানের লক্ষ্য দিয়েছে।
আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে আজ (মঙ্গলবার) গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-শ্রীলঙ্কা। ‘এ’ গ্রুপ থেকে তিন ম্যাচের দুটিতে জিতে আফগানিস্তান ‘এ’ দল সেমিফাইনাল নিশ্চিত করেছে। যেখান থেকে শেষ দল হিসেবে যাবে আজকের ম্যাচে বিজয়ীরা। সেমিতে ওঠার লক্ষ্যে টস হেরে প্রথমে ফিল্ডিং করেছে বাংলাদেশ ‘এ’ দল।
বিজ্ঞাপন
আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী খেলার চেষ্টা করে শ্রীলঙ্কা। ৫ ওভারে ৪০ রান তোলার পর তাদের প্রথম ধাক্কা দেন টাইগার স্পিনার মাহফুজুর রহমান রাব্বি। যশোধা লঙ্কাকে (২৩) বিদায় করে তিনি উদ্বোধনী জুটি ভাঙেন। আরেক ওপেনার লাহিরু উদারাকে ৩৫ রানে ফেরান রেজাউর রহমান রাজা। মাঝে নিয়ন্ত্রিত বোলিংয়ে লঙ্কানদের চেপে ধরেন বাংলাদেশি বোলাররা।
তবে শেষদিকে পবন রত্ননায়েক (৪২) এবং সাহান আরাচিগের (৩০) ক্যামিওতে লড়াকু পুঁজি পেয়ে যায় লঙ্কানরা। এ ছাড়া দলটির অধিনায়ক নুয়ানিন্দু ফার্নান্দো ধীরগতির ১৯ রানের ইনিংস খেলেন। শেষে বুদ্ধিদীপ্ত বোলিংয়ে তাদের রানের গতিতে লাগাম দেন রাজা–রিপন মন্ডলরা। ফলে নির্ধারিত ওভারে লঙ্কানদের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১৬১ রান।
বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নিয়েছে রাজা ও রিপন মন্ডল। এ ছাড়া মাহফুজ রাব্বি ও সাইফ হাসান একটি করে শিকার ধরেন।
এএইচএস