ছবি: ঢাকাপোস্ট

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ দল। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে দিনের শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত গ্রহণ করে টাইগাররা। এদিন খেলা শুরুর আগে অবশ্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা দেখা গিয়েছে মিরপুর এবং স্টেডিয়ামের আশপাশে।

আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী বেশ সতর্কতার সাথে দায়িত্ব পালন করছেন মিরপুরে। যদিও মিরপুর টেস্টে দর্শকদের উপস্থিতি খুবই কম। এর আগে গতকাল দিনভর ব্যাপক উত্তেজনা আর সংঘাতের পর রাত থেকেই সেখানে বাড়ানো হয়েছিল সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যের সংখ্যা। 

এর আগে গতকাল দিনভর ধরেই উত্তপ্ত ছিল মিরপুরের উপস্থিতি। সাকিব আল হাসানকে দেশে ফিরিয়ে এনে সম্মানের সাথে অবসর গ্রহণের সুযোগ দেওয়ার দাবি নিয়ে আন্দোলনে নেমেছিলেন তার ভক্তরা। সাকিবকে দেশের মাটিতে অবসরের সুযোগ করে দিতে এক দফা দাবি জানান ভক্তরা। না মানলে বিসিবি সভাপতি ফারুক আহমেদের পদত্যাগ দাবি করেন তারা। 

তবে তাদের এই লংমার্চ বাধা পায় আগে থেকেই অবস্থান নেয়া সেনাবাহিনীর সামনে। এরপর সেখানে সাকিব ভক্তদের সঙ্গে সাকিববিরোধীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরপরেই সেখানে ঘণ্টাখানেক ধরে সাকিব ভক্ত এবং সাকিব বিরোধীদলের মধ্যে ধাওা-পাল্টা ধাওয়া চলে। 

এসএইচ/জেএ