দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে আগামীকাল মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। মিরপুর শের-ই বাংলা স্টেরডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল দশটায়। এই টেস্টে একাদশ কেমন হবে সে বিষয়ে অবশ্য সামান্য ধারণা দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 

ম্যাচের আগের দিনে আজ রোববার সংবাদ সম্মেলনে শান্ত জানিয়েছেন একাদশে তিন কিংবা চার জন স্পিনার থাকার কথা। সেক্ষেত্রে মেহেদী হাসান মিরাজের সঙ্গে থাকছেন তাইজুল ইসলাম। তৃতীয় স্পিনার হিসেবে দেখা যেতে পারে নাঈম হাসানকে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, নাঈম হাসান, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ এবং নাহিদ রানা।

দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ: এইডেন মারক্রাম (অধিনায়ক), টনি ডি জর্জি, ট্রিস্টান স্টাবস, ডেওয়াল্ড ব্রেভিস, ডেভিড বেডিংহাম, কাইল ভেরিয়েন্নে, উইয়ান মুল্ডার, সেনুরান মুথুসামি, কেশব মহারাজ, ডেন পিয়েট এবং কাগিসো রাবাদা।

এসএইচ/এইচজেএস