নাজমুল হাসান পাপনের পর বিসিবির নতুন বোর্ড সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন ফারুক আহমেদ। দায়িত্ব গ্রহণের দিনই চন্ডিকা হাথুরুসিংহেকে নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছিলেন। এরপর গেল সোমবার প্রধান কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় হাথুরুকে। এই লঙ্কানের বিদায়ের পর প্রধান কোচ হিসেবে নিয়োগ পান ফিল সিমন্স।

আজ শনিবার মিরপুরে সংবাদ সম্মেলনে মুখোমুখি হয়ে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়ে সিমন্স বলেন, 'এটা অবশ্যই ভালো সুযোগ। হোমে বাংলাদেশ খুব শক্তিশালী। তাই সিরিজ জয়ের মোক্ষম সুযোগ। তবে দক্ষিণ আফ্রিকা শক্তিশালী দল।'

দল উজ্জীবিত আছে জানিয়ে সিমন্স বলেন, 'দল মোটিভেটেড। এখানে আমি আসার আগে থেকেই তারা প্রস্তুতি নিচ্ছে। তারা এই সিরিজে ভালো করতে খুবই ক্ষুধার্ত। ভারতে ভালো না হলেও পাকিস্তান সিরিজের সাফল্য তারা এখানেও পেতে চায়। আমি তাদের খুবই উজ্জীবিত দেখেছি।'

ঢাকা টেস্টেই সিমন্সের এখন মনোযোগ, 'লক্ষ্য হওয়া উচিৎ শুধু ম্যাচ জেতা, আমি এভাবেই কাজ করি। আমাদের প্রথম টেস্ট জিততে হবে এরপর দ্বিতীয় টেস্ট নিয়ে ভাবতে হবে। সেজন্য পরিপূর্ণ প্রস্তুতি নিতে হবে। আমার ফিলোসোফি হলো কঠোর পরিশ্রম করো, ফলাফল আসবে। সবসময় পক্ষে না এলেও ফলাফল আসবে। গত কিছু দিন দেখেছি, বাংলাদেশের ক্রিকেটাররা কঠোর পরিশ্রম করে খেলা, স্কিল ও ফিটনেস নিয়ে। আমি খুশি।'

বাংলাদেশকে নিজের সেরাটা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এই কোচ বলেন, 'আমার জন্য ব্যাপারটা ভালো যে প্রস্তুতির শুরুটা হলো টেস্ট ম্যাচের জন্য। আমাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটি টেস্ট। গত ২ দিন দারুণ কেটেছে। ছেলেরা কঠোর পরিশ্রম করছে। অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমি দলটিকে তৈরি করতে চাই। আফগানিস্তানে আমি কাজ করেছি, সেখানেও ভাষাগত সমস্যা ছিল। সেখানে তরুণ ক্রিকেটার গড়ে তোলা নিয়ে কাজ করেছি। সেসব অভিজ্ঞতা আমাকে এই এসাইনমেন্টেও কাজে লাগাতে হবে।'

এসএইচ/এইচজেএস