টি-টোয়েন্টি ক্রিকেট থেকে আগেই অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। জানিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঢাকা টেস্ট খেলে অবসরে যাবেন সাদা পোশাক থেকেও। তবে শেষ পর্যন্ত নিরাপত্তাজনিত কারণে দেশে আসা হলো না সাকিবের। তাই দলে না থেকেও এই সিরিজের আগে আলোচনায় সাকিব।

দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার জ্যাক ক্যালিসের সঙ্গে সাকিবের তুলনা করে প্রিন্স বলেন, 'এটা দুই দলের জন্যই বড় সিরিজ। অলরাউন্ডার হিসেবে সাকিব খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়, অনেকটা জ্যাক ক্যালিস আমাদের জন্য যেমন ছিলো তেমন। সে যদি না খেলে তাহলে দলের ব্যালেন্স করাটা কঠিন হবে। তখন আপনাকে সংশয়ে থাকতে হবে আপনি বাঁহাতি স্পিনার খেলাবেন নাকি ব্যাটার খেলাবেন।'

প্রিন্স আরো বলেন, 'ব্যাটিং-বোলিং মিলিয়ে এমন একজন অলরাউন্ডার পাওয়া কঠিন। তারা খানিকটা ভাগ্যবান তাদের আরেকজন ভালো বাঁহাতি স্পিনার আছে তাইজুল, সম্ভবত সে খেলবে। সেদিক থেকে তাদের একটা দিক পূরণ হবে। তখন হয়ত সাকিবকে রিপ্লেস করার জন্য তারা একজন ব্যাটার খেলানোর কথা ভাববে। সাকিবকে নিয়ে এরকম অনিশ্চয়তা এবারই প্রথম নয়। এটা নতুন কিছু নয় ওদের জন্য।'

এই সিরিজ দিয়ে বাংলাদেশের প্রধান কোচ হিসেবে কাজ শুরু করছেন ফিল সিমন্স। আফ্রিকা দলের ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স জানালেন টাইগারদের নতুন কোচ নিয়ে। তিনি বলেন, 'সিমন্সকে দুবাইতে দেখে আমি চমকে গিয়েছিলাম। তার সঙ্গে দেখা হয়ে ভালো লাগছিল কিন্তু আমি নিশ্চিত ছিলাম না সেও বাংলাদেশে যাচ্ছে কিনা। পরে দেখলাম সেও আমাদের সঙ্গে যাচ্ছে।'

'প্রধান কোচের দায়িত্ব নিতে আমাদের সঙ্গে একই ফ্লাইটে এলো সে। হ্যাঁ, একটা সিরিজ শুরুর আগে কোচ বদল করা নিশ্চিতভাবেই আদর্শ ব্যাপার নয়।'-যোগ করেন তিনি।

এসএইচ/এইচজেএস