ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছে চিটাগং কিংস। স্থানীয় ক্রিকেটের সবচেয়ে বড় তারকাকে স্কোয়াডে পেয়ে বেশ উচ্ছ্বসিত দলটির প্রধান কোচ শন টেইট।

ডিসেম্বরের শেষ সপ্তাহে পার্দা উঠবে বিপিএলের এবারের আসরের। তার আগে আজ সোমবার অনুষ্ঠিত হয়েছে প্লেয়ার্স ড্রাফট। ড্রাফট শেষে টেইট বলেন, '২০১৩ সালে আমি চিটাগং কিংসের হয়ে বিপিএল খেলেছিলাম। তাদেরকে হ্যাঁ বলাটা আমার জন্য খুবই সহজ একটা সিদ্ধান্ত ছিল। আমার খেলোয়াড়ী জীবন থেকেই তাদের সঙ্গে সম্পর্ক আছে। সবশেষ যখন বিপিএলে এসেছিলাম তখন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কোচ ছিলাম। আমার বোধহয় চট্টগ্রামের সঙ্গে আলাদা একটা কানেকশন তৈরি হয়েছে।'

সাকিবকে নিয়ে টেইট বলেন, 'এখন পর্যন্ত যতটুকু জানি সাকিব পুরো ‍টুর্নামেন্ট খেলবে। পরের কয়েক সপ্তাহে কি হবে সেটা তো বলা যাবে না। আমাদের দলের অংশ হতে পেরে সে খুব খুশি। অবশ্যই, সে তারকা ক্রিকেটার। তার বোলিং-ব্যাটিংয়ের পাশাপাশি নেতৃত্বগুণও আমাদের কাজে দেবে। তার মতো একজনকে দলে পাওয়াটা দারুণ ব্যাপার।'

দল নিয়ে খুশি টেইট, 'বাংলাদেশে আসার পর আমরা মিটিং করেছি। আমাদের টিম ম্যানেজমেন্টে স্থানীয় যারা আছে তাদের স্থানীয় ক্রিকেটারদের সম্পর্কে ভালো আইডিয়া আছে। তাদেরকে দলে নিতে তারা উদগ্রীব হয়ে ছিল। আমরা যাদেরকে নিতে চেয়েছিলাম তাদের পেয়েছি। আমাদের বিদেশি ক্রিকেটারদের দিকে যদি তাকান তাহলে দেখবেন দারুণ কয়েকজন আসছে।'

এসএইচ/এইচজেএস