ধারাবাহিক হারের ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর আশায় সাবেক অধিনায়ক বাবর আজমকে দল থেকে বাদ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সিদ্ধান্তটি নিয়ে পক্ষে-বিপক্ষে বেশ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। খোদ পাকিস্তানের তারকা ক্রিকেটার ফখর জামান পিসিবির বিরোধীতা করে বাবরের পক্ষে যুক্তি দিয়েছেন। সে কারণে আবার তার ওপর অসন্তুষ্ট হয়েছে পিসিবি!

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ইনিংস ও ৪৭ রানের ব্যবধানে হেরেছে পাকিস্তান। অথচ প্রথম ইনিংসে শান মাসুদের দল ৫৫৬ রান তুলেছিল, এরপরও ইনিংস ব্যবধানে হার ১৪৭ বছরের টেস্ট ইতিহাসে প্রথম। এরপর থেকেই সিরিজজুড়ে ব্যর্থ বাবর আজমের দলে থাকা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছিল। পরবর্তীতে পাকিস্তানের নির্বাচক প্যানেল তাকে বাইরে রেখেই ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও তৃতীয় টেস্টের স্কোয়াড সাজায়। যা নিয়ে সতীর্থ ক্রিকেটার ফখর জামান ও সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন সমালোচনা করেছেন।

পিসিবি অবশ্য তাদের চুক্তিতে থাকা ক্রিকেটার ফখরের সেই টুইট নিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছে। সামাজিক মাধ্যম এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে দেওয়া পোস্টে ফখর জামান লিখেছেন, বাবর আজমকে বাদ দেওয়ার এমন সিদ্ধান্ত বেশ ভাবনার বিষয়। ২০২০ থেকে ২০২৩ সালে বিরাট কোহলির গড় অত্যন্ত কম ছিল, যথাক্রমে ১৯.৩৩, ২৮.২১ ও ২৬.৫০। সেই সময়ও ভারতীয় বোর্ড কোহলির পাশে দাঁড়িয়েছে। অথচ আমরা নিজেদের সেরা ক্রিকেটারকে বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছি, তর্কাতীতভাবে পাকিস্তানের সবচেয়ে সেরা খেলোয়াড় সে।’

ক্রিকেটারদের ভালো-খারার উভয় সময়ে বোর্ডকে পাশে চেয়ে তিনি আরও লিখেছেন, ‘এটি খুব খারাপ একটা দৃষ্টান্ত হয়ে থাকল। এখনও দলের মাঝে এমন আতঙ্ক ছড়ানোর কাজ বন্ধ করার সুযোগ রয়েছে। ক্রিকেটারদের ছোট না করে বোর্ডের উচিত তাদের পাশে দাঁড়ানো।’

পরে ফখরের ওই বার্তায় পিসিবির এক সূত্র জানিয়েছে, ‘পোস্টটিতে বোর্ড একদমই খুশি নয়। যারা এই বিষয়ে দায়িত্বে রয়েছেন, তারা ইতিমধ্যেই তার সঙ্গে যোগাযোগ করেছেন।’ পিসিবি সূত্রে জানা গেছে, নতুন নির্বাচক কমিটির অন্যতম সদস্য সাবেক অধিনায়ক আজহার আলি। তিনি বাবর আজমের সঙ্গে শনিবারই বিষয়টি নিয়ে কথা বলেছেন। এ ছাড়া আরেক নতুন নির্বাচক আকিব জাভেদ জানিয়েছেন, ‘এই মূহূর্তে ক্রিকেটারদের ফর্মের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে। বাবর-শাহিনদের বোঝানো হয়েছে, ওদের আত্মবিশ্বাস ফেরার জন্য এবং ফিটনেস ফিরে পাওয়ার জন্য এই দুই টেস্টে বিশ্রাম বা ব্রেক প্রয়োজন। আর আমাদের এই সিরিজে যেভাবেই হোক ঘুরে দাঁড়াতে হবে।’

প্রসঙ্গত, বাবর টেস্টে রান পাচ্ছেন না অনেকদিন ধরেই। পাকিস্তানও টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ঘরের মাঠে অনুষ্ঠিত টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হারে বাংলাদেশের বিপক্ষে। যা দুই দলের টেস্ট ইতিহাসে প্রথমবার। এরপর ইংলিশদের বিপক্ষে প্রথম টেস্টেও বাজেভাবে হেরেছে। সেখান থেকে ঘুরে দাঁড়াতে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে বাবর, শাহিন আফ্রিদি ও নাসিম শাহকে। যদিও বাবর-নাসিমের হালকা চোট আছে বলে জানানো হয়েছে।

এএইচএস