দেশের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএলের ড্রাফট থেকে নিজেদের দল গোছাচ্ছে দলগুলো। সাত ফ্র্যাঞ্চাইজির উপস্থিতিতে ইতোমধ্যে দেশি ক্রিকেটারদের দুটি রাউন্ড ও বিদেশি ক্রিকেটারদের এক রাউন্ডের ড্রাফট অনুষ্ঠিত হয়েছে। দেশি তারকাদের মধ্যে এখন পর্যন্ত অবিক্রিত বাঁ-হাতি ব্যাটার মুমিনুল হক। 

শুরু হয় ৬ষ্ঠ রাউন্ডের ডাক। এবারে বাজিমাত করেছে ফরচুন বরিশাল। সেট নম্বর ৪-এ এসে দুজন স্বীকৃত জাতীয় দলের খেলোয়াড়দের দলে টেনে নেয় তারা। রিশাদ হোসেন এবং তাইজুল ইসলামকে দলে নেয় তারা। বিশ্বকাপজয়ী যুবাদলের অধিনায়ক আকবর আলীকে দলে নিয়েছে দুর্বার রাজশাহী।   

সেট ৪ রাউন্ড ১

রিশাদ হোসেন - ফরচুন বরিশাল 
কামরুল ইসলাম রাব্বি - রংপুর রাইডার্স 
মাহফুজুর রহমান রাব্বি - খুলনা টাইগার্স 
নিহাদুজ্জামান - সিলেট স্ট্রাইকার্স 
মারুফ মৃধা - চিটাগাং কিংস 
আকবর আলী - দুর্বার রাজশাহী 
আসিফ হাসান মিতুল - ঢাকা ক্যাপিটালস 

সেট ৪, রাউন্ড ২ 

শাহাদাত হোসেন দীপু - ঢাকা ক্যাপিটালস 
হাসান মুরাদ - দুর্বার রাজশাহী 
রাহাতুল ফেরদৌস জাভেদ - চিটাগাং কিংস 
নাহিদুল ইসলাম - সিলেট স্ট্রাইকার্স 
মাহমুদুল হাসান জয় - খুলনা টাইগার্স 
তওফিক খান তুষার - রংপুর রাইডার্স 
তাইজুল ইসলাম - ফরচুন বরিশাল 

জেএ