দেশের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএলের ড্রাফট থেকে নিজেদের দল গোছাচ্ছে দলগুলো। সাত ফ্র্যাঞ্চাইজির উপস্থিতিতে ইতোমধ্যে দেশি ক্রিকেটারদের দুটি রাউন্ড ও বিদেশি ক্রিকেটারদের এক রাউন্ডের ড্রাফট অনুষ্ঠিত হয়েছে। দেশি তারকাদের মধ্যে এখন পর্যন্ত অবিক্রিত বাঁ-হাতি ব্যাটার মুমিনুল হক ও লেগস্পিনার রিশাদ হোসেন। 

খানিক বিরতির পর শুরু হয় ৫ম রাউন্ডের ডাক। শুরুতেই ডাকার সুযোগ পায় ঢাকা ক্যাপিটালস। তারা ডেকেছে ব্যাটার সাব্বির রহমানকে। এই রাউন্ডে দল পেয়েছেন আবু হায়দার রনি, মোহাম্মদ মিঠুন। ইনজুরি ফেরত ইবাদত হোসেনকে নিয়েছে ফরচুন বরিশাল। 

সেট ৩, রাউন্ড ১ 

সাব্বির রহমান - ঢাকা ক্যাপিটালস 
রুহেল মিয়া -সিলেট স্ট্রাইকার্স 
আবু হায়দার রনি - খুলনা টাইগার্স 
মোহাম্মদ মিঠুন - চিটাগাং কিংস 
রেজাউর রহমান রাজা - রংপুর রাইডার্স 
ইবাদত হোসেন - ফরচুন বরিশাল 
সানজামুল ইসলাম - দুর্বার রাজশাহী

সেট ৩, রাউন্ড ২

মেহরাব হোসেন - দুর্বার রাজশাহী 
নাইম হাসান - ফরচুন বরিশাল 
ইরফান শুক্কুর - রংপুর রাইডার্স 
নাইম ইসলাম - চিটাগাং কিংস 
জিয়াউর রহমান - খুলনা টাইগার্স 
আরিফুল হক - সিলেট স্ট্রাইকার্স 
মুনিম শাহরিয়ার - ঢাকা ক্যাপিটালস 

জেএ