বিপিএল প্লেয়ার্স ড্রাফট
বিদেশি ক্রিকেটারদের প্রথম সেটে কে কোন দলে
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হচ্ছে আজ। গত আসরের চার দলের সঙ্গে নতুন করে তিন ফ্র্যাঞ্চাইজি যুক্ত হয়েছে এবার। শক্ত দল গড়তে সাত ফ্র্যাঞ্চাইজি এই ড্রাফটে অংশ নিয়েছে। যেখানে ১৮৮ জন স্থানীয় ক্রিকেটার এবং ৪৩৪ বিদেশি ক্রিকেটার থেকে পছন্দের দল গড়বে দলগুলো।
প্রথমেই দেশি খেলোয়াড়দের দুই সেটের ড্রাফট শেষ হয়। এরপরেই আসে বিদেশী ক্রিকেটারদের ড্রাফট। বিদেশি খেলোয়াড়ের এই সেটে প্রথমেই ঢাকা ক্যাপিটালস দলে টেনেছে পাকিস্তানের ওপেনার সাইম আইয়ুবকে। এরপরেই আকিফ জাভেদকে দলে নিয়েছে রংপুর। মোহাম্মদ হাসনাইনকে নিয়েছে খুলনা টাইগার্স। এরপরেই যুক্তরাজ্যের দুই খেলোয়াড় জেমস ফুলার ও গ্রাহাম ক্লার্ক গিয়েছেন বরিশাল ও চট্টগ্রামে।
বিজ্ঞাপন
রাউন্ড ২-এ এসে সবচেয়ে বড় নাম পাথুম নিশাঙ্কা। লঙ্কান এই আগ্রাসী ব্যাটারকে দলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। আগের আসরে চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজির ভরসা ছিলেন কার্টিস ক্যাম্ফার। আইরিশ এই অলরাউন্ডারকে এই রাউন্ডে দলে নিয়েছে রংপুর রাইডার্স। সিলেট এই রাউন্ডে সবার আগে সুযোগ পেয়ে দলে নেয় আফগানিস্তানের সামিউল্লাহ শেনওয়ারি।
সেট ১, রাউন্ড ২
সাইম আইয়ুব (পাকিস্তান)- ঢাকা ক্যাপিটালস
আকিফ জাভেদ (পাকিস্তান)- রংপুর রাইডার্স
মোহাম্মদ হাসনাইন (পাকিস্তান) - খুলনা টাইগার্স
জেমস ফুলার (ইংল্যান্ড) - ফরচুন বরিশাল
গ্রাহাম ক্লার্ক (যুক্তরাজ্য) - চিটাগাং কিংস
সাদ নাসিম (পাকিস্তান) - দুর্বার রাজশাহী
রাকিম কর্নওয়াল (ওয়েস্ট ইন্ডিজ) - সিলেট স্ট্রাইকার্স
আরও পড়ুন
সেট ১, রাউন্ড ২
সামিউল্লাহ শেনওয়ারি (আফগানিস্তান) - সিলেট স্ট্রাইকার্স
লাহিরু সামারাকুন (শ্রীলঙ্কা) - দুর্বার রাজশাহী
থমাস ও’কনেল (অস্ট্রেলিয়া) - চিটাগাং কিংস
পাথুম নিশাঙ্কা (শ্রীলংকা) - ফরচুন বরিশাল
লুইস গ্রেগরি (যুক্তরাজ্য) - খুলনা টাইগার্স
কার্টিস ক্যাম্ফার (আয়ারল্যান্ড) - রংপুর রাইডারস
আমির হামজা (আফগানিস্তান) - ঢাকা ক্যাপিটালস