পুরুষ টি-টোয়েন্টি ইমার্জিং এশিয়া কাপ শুরু হতে যাচ্ছে চলতি মাসের ১৮ তারিখ থেকে ওমানে। ফলে আসন্ন এই টুর্নামেন্টের জন্য আজ রোববার দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়কত্ব করবেন আকবর আলী। এছাড়া দলে রয়েছেন জাতীয় দলের বেশ কিছু ক্রিকেটার। 

তাওহীদ হৃদয়, নাইম শেখ, পারভেজ ইমনদের মতো জাতীয় দলের খেলোয়াড়রা রয়েছেন মূল আর রিজার্ভ দলের অংশ হয়ে। এছাড়া তরুণ খেলোয়াড় হিসেবে দলে আছেন জিসান আলম, অলরাউন্ডার মাহফুজুর রহমান রাব্বি, ওয়াসি সিদ্দিকরা। 

১৯ অক্টোবর নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ খেলবে হংকংয়ের বিপক্ষে। পরে ২১ অক্টোবর আফগানিস্তান ও ২৩ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে বাংলাদেশ। 

ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ দল- 

আকবর আলী (অধিনায়ক), সাইফ হোসেন (সহ-অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, নাইম শেখ, জিসান আলম, তাওহীদ হৃদয়, শামিম হোসেন পাটওয়ারি, মাহফুজুর রহমান রাব্বি, রাকিবুল হাসান, আলিস আল ইসলাম, ওয়াসি সিদ্দিকী, আবু হায়দার রনি, রেজাউর রহমান রাজা, রিপন মন্ডল, মারুফ মৃধা। 

রিজার্ভ হিসেবে আসরে যাবেন জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব এবং নাসুম আহমেদ। 

ইমার্জিং এশিয়া কাপে এবারই প্রথম খেলা হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। আগের তিন আসরে খেলা হয়েছিল ৫০ ওভারে। ২০১৩ সালে হওয়া প্রথম আসরটি জিতেছিল ভারত। এরপরের দুই আসর জেতে পাকিস্তান। সবশেষ ২০২৩ সালে ভারতকে হারিয়েই ইমার্জিং এশিয়া কাপের শিরোপা ঘরে তোলে পাকিস্তান।

এসএইচ/জেএ