মুস্তাফিজের পর তামিমকে দলে ভেড়াল ঢাকা ক্যাপিটালস
বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের আগে সরাসরি চুক্তিতে ক্রিকেটারদের দলে ভেড়াতে ব্যস্ত ফ্র্যাঞ্চাইজিগুলো। আসন্ন একাদশ আসরে নেই টুর্নামেন্টের সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে নতুন করে ফিরেছে রাজশাহী। মালিকানা বদল হয়েছে ঢাকারও। নতুন করে দলটিতে যোগ দিচ্ছেন তারকা ক্রিকেটাররা।
বাংলাদেশের হয়ে যুব বিশ্বকাপজয়ী ক্রিকেটার তানজিদ হাসান তামিমকে দলে ভিড়িয়েছে ঢাকা ক্যাপিটালস। আজ শুক্রবার নিজেদের ফেসবুক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন তারা।
বিজ্ঞাপন
Prospect for the future Starboy at present The stylish young batter, the World Champion of the U-19 World Cup 2020,...
Posted by Dhaka Capitals on Friday, October 11, 2024
এর আগে গতকাল মুস্তাফিজুর রহমানও যোগ দিয়েছেন ঢাকা ক্যাপিটালসে। এবারের বিপিএলে ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা নিয়েছেন শাকিব খান। বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় এই নায়কের মালিকাধীন কসমেটিকস ও হোম কেয়ার কোম্পানি রিমার্ক-হারল্যানের দলের নাম ‘ঢাকা ক্যাপিটালস’।
আরও পড়ুন
এছাড়া ওয়েস্ট ইন্ডিজের হার্ডহিটার ব্যাটার জনসন চার্লসকে দলে ভিড়িয়েছে ঢাকা। এরপর দ্বিতীয় পছন্দ হিসেবে তারা দেশীয় তারকা পেসার মুস্তাফিজকে দলে অন্তর্ভুক্ত করেছিল। সবশেষ তানজিদ তামিম। দেশের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ১৪ অক্টোবর। তার আগে খেলোয়াড়দের মূল্য তালিকা ও ক্যাটাগরি প্রকাশ করা হয়েছে।
যেখানে সর্বোচ্চ ৬০ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে ‘এ’ শ্রেণির ক্রিকেটারদের জন্য। মুস্তাফিজ আছেন ‘এ’ ক্যাটাগরিতে। এভাবে ছয় ক্যাটাগরিতে ১৮৮ জন স্থানীয় ক্রিকেটারের নাম চূড়ান্ত হয়েছে।
এসএইচ/এফআই