নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুটা দারুণ করেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে সহজ জয় তুলে নিয়েছিল নিগার সুলতানা জ্যোতির দল। নিজেদের দ্বিতীয় ম্যাচে অবশ্য হোঁচট খেয়েছে টাইগ্রেসরা।

গতকাল (শনিবার) রাতে শারজাহতে ইংল্যান্ড নারী দলের বিপক্ষে আশা জাগিয়েও ২১ রানে হেরে গেছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করতে নেমে ইংল্যান্ড সর্বসাকুল্যে করতে পারে ১১৯ রান। আরেকটা বড় জয়ের জন্য মঞ্চটা যেন প্রস্তুত করেই রেখেছিলেন বাংলাদেশের বোলাররা। আরও স্পষ্ট করে বললে স্পিনাররা।

তবে বাংলাদেশি ব্যাটাররা ১১৯ রানও তাড়া করতে পারেনি। নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে জ্যোতিদের সংগ্রহ ছিল মোটে ৯৭ রান। ফলে হারতে হয়েছে ২১ রানের ব্যবধানে।

ম্যাচ হারের পর অধিনায়ক জ্যোতির কণ্ঠে ছিল বড় দলকে হারাতে না পারার আক্ষেপ। ১১৯ রান করতে না পারায় অধিনায়কের কাঠগড়ায় দলের ব্যাটাররা, ‘আমরা বড় দলকে হারানোর দারুণ সুযোগ হারালাম। আমাদের বোলাররা দারুণ কাজ করেছে। তবে আমাদের ব্যাটাররা হতাশ করেছে। তারা পাওয়ার প্লে'তে যেভাবে শুরু করেছিল, তারপর আমরা ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছি।’

জ্যোতি আরও বলেন, ‘এমন উইকেটে ভালো জুটির দরকার ছিল। পাওয়ারপ্লেতে আমরা রান করতে পারিনি। এটা আমাদের ভুগিয়েছে। ভুল সময়ে আমিও আউট হয়ে গেলাম। সে (মোস্তারি) দারুণ খেলেছে। আগের ম্যাচেও খেলেছে। খুবই খুশি তাকে নিয়ে। আশা করি সামনের ম্যাচগুলোতে সে একই কাজ করতে পারবে।’

এসএইচ/এফআই