ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের আন্তর্জাতিক ক্রিকেটের প্রতি অনীহার বিষয়টি বেশ পুরোনো। যদিও দ্বীপ রাষ্ট্রটিতে সর্বশেষ অনুষ্ঠিত  টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে দেখা গেছে দলটির সিনিয়র ক্রিকেটারদের। স্বাগতিকরা যদিও আসরটিতে আশানুরূপ সাফল্য পায়নি। এদিকে, উইন্ডিজরা শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাবে। সেই সিরিজ থেকে নাম সরিয়ে নিয়েছেন আন্দ্রে রাসেল, নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার ও আকিল হোসেনকে।

যদিও এর পেছনে ব্যক্তিগত কারণের কথা জানিয়েছে এসব তারকা ক্রিকেটার। ক্যারিবীয় জাতীয় দলে বেতনজনিত সমস্যাসহ আরও কিছু সংকটের কথা অনেকদিন ধরে শোনা যাচ্ছিল। যে কারণে টেস্ট ফরম্যাট খেলতেও নিজেদের অনীহার কথা প্রকাশ্যে জানিয়ে আসছেন রাসেল। তিনিসহ সিনিয়র ক্রিকেটারদের আন্তর্জাতিক ক্রিকেটের প্রতি বিতৃষ্ণা আগেও দেখা গেছে। কাছাকাছি সময়ে তারা ঠিকই আবার বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অংশ নিয়েছেন।

রাসেল-পুরানদের নাম প্রত্যাহারের এই সময়ে দীর্ঘ সময় পর ‍উইন্ডিজ দলে ফিরেছেন ওপেনার এভিন লুইস। তিনি ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বশেষ জাতীয় দলের জার্সি গায়ে তুলেছিলেন। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি এবং ওয়ানডে উভয় সিরিজেই আছেন লুইস। এ ছাড়া ইনজুরি কাটিয়ে টি-টোয়েন্টি দলে ফিরেছেন ব্রেন্ডন কিং। টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথে তিনি ছিটকে গিয়েছিলেন, এরপর ছিলেন না ক্যারিবীয় লিগ সিপিএলেও। এদিকে দুই সিরিজ পর ক্যারিবীয় দলে ডাক পেয়েছেন আন্দ্রে ফ্লেচার।

এবারের সিপিএলে ভালো পারফরম্যান্সের সুবাদে প্রথমবার ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলে ডাক পেয়েছেন দুই পেস অলরাউন্ডার টেরেন্স হিন্ডস ও শামার স্প্রিঙ্গার। আর ১৮ বছর হওয়ার আগেই ওয়ানডে দলে চলে এলেন জুয়েল অ্যান্ড্রু। শ্রীলঙ্কা সফরে অভিষেক হলে ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের কনিষ্ঠতম ক্রিকেটার হবেন তিনি। সবমিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ক্যারিবিয়ানদের হয়ে ১৭ বছর বয়সে অভিষেক হওয়া ক্রিকেটার মাত্র দুজন।

টি-টোয়েন্টি সিরিজ দিয়ে উইন্ডিজদের লঙ্কা সফর শুরু হবে। ডাম্বুলায় তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হবে যথাক্রমে ১৩, ১৫ ও ১৭ অক্টোবর। এরপর ওয়ানডে সিরিজের তিন ম্যাচে দুই দল মুখোমুখি হবে ২০, ২৩ ও ২৬ অক্টোবর। ৫০ ওভারের তিটি ম্যাচই পাল্লেকেলেতে অনুষ্ঠিত হবে।

ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি স্কোয়াড : রভম্যান পাওয়েল (অধিনায়ক), রোস্টন চেজ, ফ্যাবিয়ান অ্যালেন, অলিক আথানেজ, আন্দ্রে ফ্লেচার, টেরেন্স হিন্ডস, শাই হোপ, আলজারি জোসেফ, শামার জোসেফ, ব্রেন্ডন কিং, এভিন লুইস, গুদাকেশ মোতি, শারফেইন রাদারফোর্ড, রোমারিও শেফার্ড, শামার স্প্রিঙ্গার।

ওয়ানডে স্কোয়াড : শাই হোপ (অধিনায়ক), আলজারি জোসেফ, জুয়েল অ্যান্ড্রু, অলিক আথানেজ, কেসি কার্টি, রোস্টন চেজ, ম্যাথু ফোর্ড, শামার জোসেফ, ব্রেন্ডন কিং, এভিন লুইস, গুদাকেশ মোতি, শারফেইন রাদারফোর্ড, জেডেন সিলস, রোমারিও শেফার্ড, হেইডেন ওয়ালশ জুনিয়র।

এএইচএস