২০২০ সালে যুব বিশ্বকাপ জয় করেছিল বাংলাদেশ দল। সেই দলের অন্যতম সদস্য ছিলেন তাওহীদ হৃদয়। দেশের ক্রিকেটে সর্বোচ্চ সাফল্য পাওয়া সেই দল থেকে জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছে ১০-১২ জন ক্রিকেটারের। আসন্ন ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলেও রয়েছেন একাধিক ক্রিকেটার। জাতীয় দলে প্রবেশের পর তাদের মধ্যে বেশি আলো কাড়াদের একজন হৃদয়।

যুব বিশ্বকাপ জয় করার পরেও হৃদয়ের ক্ষুধা এখন জাতীয় দলের জার্সিতে ভালো করা। আজ শনিবার গোয়ালিয়রে টি-টোয়েন্টি ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে আসেন তিনি। সেখানে হৃদয় বলেন, ‘(যুব বিশ্বকাপজয়ী দলের) ৬ জন আছি দেখেই দল বেটার হবে এমন না। ১৫ জন খেলোয়াড়ই আমাদের কাছে সমান। ৬ জন আছি, অনেকে টেস্ট ও ওয়ানডে খেলেছে। ১০-১২ জন খেলে ফেলেছে। অবশ্যই আত্মবিশ্বাস দেয়। বড় অর্জন ছিল আমাদের জন্য।’ 

কিন্তু হৃদয় নিজেও জানেন সিনিয়র ক্রিকেটে সাফল্য দরকার, ‘তবে ওদিকে চিন্তা করার সময় নেই। এশিয়া কাপ, বিশ্বকাপে ভালো করলে ঐ অভিজ্ঞতা বা অর্জন কাজে লাগবে। এখানে ভালো কিছু করতে না পারলে ওটা মনে হয় না আমাদের খুব একটা কাজে আসবে।’

হৃদয়কে কেন্দ্র করে জাতীয় দলের ভরসা অনেক বেশি। গেল ১ বছরে দলের দলের প্রয়োজনে বিভিন্ন জায়গায় ব্যাট করেছেন। তবে এসবে আপত্তি নেই তার, ‘আমি অনেক পজিশনে ব্যাট করেছি ঠিকাছে এটা দলের পরিকল্পনা ছিল। দল যেভাবে চেয়েছে আমি সেভাবে দেওয়ার চেষ্টা করেছি। যদি এমন প্ল্যান থাকে এক জায়গায় সেট হবো, দল চায়, হবে ইনশাআল্লাহ। যা হয়েছে তা নিয়ে কথা বলতে চাচ্ছি না।’ 

হৃদয় সঙ্গে স্মরণ করিয়ে দিলেন বাস্তবতা, ‘জাতীয় দলে এসে সবাই পছন্দের জায়গা পায় না। জায়গা ডিজার্ভ করলে, তৈরি করলে পাওয়া যায়। আমিও সময় তৈরি করতে পারলে এটা হবে ইনশাআল্লাহ। আমি মনে করি দল আমাকে যখন যেখানে নামাবে সেখানেই ভালো করার চেষ্টা করব। ফিল্ডিং হোক ব্যাটিং হোক যেভাবেই হোক দলে অবদান রাখতে চাই।’

এসএইচ/জেএ