টেস্ট সিরিজে ভরাডুবির পর ভারতের বিপক্ষে আগামীকাল (রোববার) প্রথম টি-টোয়েন্টিতে নামতে যাচ্ছে বাংলাদেশ। ম্যাচের আগেরদিন আজ শনিবার দলের হয়ে সংবাদ সম্মেলনে আসেন তাওহীদ হৃদয়। সেখানেও উঠে আসে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া সাকিব আল হাসান প্রসঙ্গ। 

সাকিবের শূন্যতা পূরণের বিষয়ে হৃদয় বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে চাপ সবসময়ই থাকে। যদি সেটা মাথায় থাকে তাহলে তো পারফর্ম করা যাবে না। আমাদের প্রক্রিয়া মেনে চলতে হবে, ভালো করার চেষ্টা করতে হবে। আর সাকিব ভাই নেই। অবশ্যই আমরা সাকিব ভাইকে মিস করব। কিন্তু এখান থেকে একদিন না একদিন সবাইকে যেতেই হবে। আশা করি আমরা সাকিব ভাইয়ের শূন্যতা ভালোভাবে ওভারকাম করব।’

টেস্ট সিরিজে কাঙ্ক্ষিত ফল না পেলেও, টি-টোয়েন্টি সিরিজে ভালো করার আশা তরুণ এই ব্যাটারের, ‘আমরা এখানে আসার আগে বেশিরভাগ ক্রিকেটারই দেশে অনুশীলন করেছি। আমি মনে করি আমরা সিরিজের জন্য খুবই ভালো প্রস্তুতি নিয়েছি। আশা করছি আমরা ভালো করব। এখানকার গরম আমাদের জন্য তেমন দুশ্চিন্তার বিষয় নয়। আমরা এই গরমে খেলে অভ্যস্ত। বাংলাদেশেও একই আবহাওয়া।’

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে জয়ের লক্ষ্যের কথা জানিয়ে হৃদয় বলেন, ‘এখানে আমাদের খুব ভালো সুযোগ আছে পারফর্ম করার। আমরা অবশ্যই জিততে চাইব। এটাই, আর কিছু নয়।’

আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে নাজমুল হোসেন শান্ত ও সূর্যকুমার যাদবের দল। গোয়ালিয়রের শ্রীমাণ মাধবরাও সিন্দিয়া ক্রিকেট স্টেডিয়ামে হবে ম্যাচটি। যা দীর্ঘ ১৪ বছর পর এই ভেন্যুতে কোনো আন্তর্জাতিক ম্যাচ।

এসএইচ/এএইচএস