গোয়ালিয়রে শান্ত-লিটনদের জন্য বিশেষ নৈশভোজ
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি গোয়ালিয়রে খেলবে বাংলাদেশ। এই ম্যাচ খেলতে ইতোমধ্যেই গোয়ালিয়রে পৌঁছে গেছে নাজমুল হোসেন শান্তর দল। সেখানে ম্যাচের আগে বাংলাদেশ দল অংশ নেবে একটি বিশেষ নৈশভোজে।
গোয়ালিয়র শহরে রাজত্ব সিনদিয়া পরিবারের। সেই পরিবারের যুবরাজ মহানারিয়ামান রাও সিন্দিয়া জানিয়েছেন বাংলাদেশ-ভারতের ক্রিকেটারদের জন্য নৈশভোজের আয়োজন করছেন তারা। পাশাপাশি ক্রিকেটারদের সামনে এই শহরের সঙ্গীত, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা হবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
গোয়ালিয়রের যুবরাজ মহানারিয়ামান রাও সিন্দিয়া বলেন, '১৪ বছর পর আন্তর্জাতিক ম্যাচ হবে এখানে, আমরা সবাই রোমাঞ্চিত। সবাইকে খুশি করার জন্য যা যা করণীয় সবই চেষ্টা করবো। ম্যাচের আগে একটা অনুষ্ঠানের আয়োজন করবো। তবে সবকিছু নির্ভর করবে বিসিসিআইয়ের অনুমতির ওপর।'
'অবশ্যই দু’দলের জন্য বিশেষ ডিনারের আয়োজন করতে যাচ্ছি। আশা করবো গোয়ালিয়র আর মারাঠাদের খাবার তাদের ভালো লাগবে। অনুশীলন শেষে বিশেষ ডিনারটি তাদের ক্লান্তি দূর করবে।'-যোগ করেন তিনি।
দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে গোয়ালিয়রে। শহরের ঐতিহ্য ও সংস্কৃতি ফুটিয়ে তোলার চেষ্টা থাকবে এই ম্যাচটিতে। সঙ্গে ম্যাচের আগে থাকবে কনসার্ট। যেখানে ভারতের জনপ্রিয় শিল্পীর পাশাপাশি থাকবে স্থানীয় পারফরমাররাও। এছাড়া ডিজে ও লাইট শো। মধ্যপ্রদেশ ক্রিকেট এসোসিয়েশনের বিশেষ পরিকল্পনা সরাসরি তদারকি করছে গোয়ালিয়রের রাজ পরিবার।
এইচজেএস