কানপুর টেস্টে প্রায় তিন দিন গেছে বৃষ্টির পেটে। বাংলাদেশকে হারাতে বাকি দুই দিনের পুরো সময়ও লাগেনি ভারতের। পঞ্চম দিনের প্রথম সেশনেই ম্যাচের ফলাফল এসেছে। দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশ খেলতে পেরেছে ১১১ ওভার ২ বল। যেখানে দ্বিতীয় ইনিংস টিকেছে মাত্র ৪৭ ওভার। টাইগারদের এমন ব্যাটিংয়ের সমালচনা করেছেন সুনীল গাভাস্কার।

বাংলাদেশের হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ব্যাটারদের দায় দিয়েছেন গাভাস্কার। তিনি বলেন, ‘আমার মনে হয় ওরা (বাংলাদেশের ব্যাটসম্যানরা) সম্ভবত ভুলে গিয়েছিল, এটা একটা টেস্ট ম্যাচ। এখানে তো অনেক সময়, আর এটা তো শেষ দিন ছিল।'

পঞ্চম দিনের সকালে উইকেটে এসে থিতু হয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। সাদমান ইসলামের সঙ্গে তার জুটিতে আশা দেখছিল বাংলাদেশ। তবে হঠাৎই এক রিভার্স সুইপ করতে গিয়ে বোল্ড হন শান্ত। পরিস্থিতি অনুযায়ী এমন শট আত্মহত্যার শামিল!

শান্তকে নিয়ে গাভাস্কার বলেন, 'আমরা শান্তর (বাংলাদেশ অধিনায়ক) কিছু শট দেখলাম, ব্যাটে-বলে ঠিকঠাক হলে দেখতে কিন্তু অসাধারণই মনে হয়। কিন্তু যখন তা হয় না, আপনার মনে হবে, আরে, সে কী করতে চাচ্ছে!’

সাদমান ফিফটি করার পরপরই আউট হয়েছেন। সেই পরিস্থিতিতে তার মতো সেট ব্যাটারের আরো দায়িত্বশীল ব্যাটিং করা উচিত ছিল বলে মনে করেন গাভাস্কার। তিনি বলেন, 'সাদমানের আরেকটু দায়িত্ব নেওয়া উচিত ছিল, ‘হাফ সেঞ্চুরির পর সাদমান অফ স্টাম্পের বাইরের বলে আলগা শট খেলে আউট হলো। অথচ তার দরকার ছিল এই ভিত্তির ওপর দাঁড়িয়ে সেঞ্চুরি তুলে নেওয়া।’

এইচজেএস