ভারতের হয়ে ইনিংস ওপেন করতে নামা  রোহিত শর্মা শুরুতেই আউট হতে পারতেন৷ হাসান মাহমুদের করা বলে ব্যাটের কানায় লেগে উইকেটের পেছনে লিটন দাসের হাতে যায় বল। তবে আম্পায়ার আউট দেননি৷

কাছাকাছি ফিল্ডিং করা মিরাজ ব্যাটের সঙ্গে বল লাগার আওয়াজ শুনে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে রিভিউ নিতে বলেছিলেন। তবে মিরাজের কথায় রিভিউ নেননি শান্ত। পরে রিপ্লেতে দেখা যায় আউট ছিলেন রোহিত।

দিন শেষে সংবাদ সম্মেলনে এ নিয়ে মিরাজ বলেন, ‘রিভিউ যেটা বললেন আসলে আউট হয়েছিল, আমি শুনেছিলাম। অধিনায়ককে বলেছিলাম যে রিভিউ নিলে ভালো হয় কিন্তু সে বুঝেনি বা অন্য কেউও বুঝেনি রিভিউটা নিলে ভালো হবে (হাসি)।’ 

নিজের বোলিং নিয়ে মিরাজ বলেন, ‘(ভারত) যেভাবে ব্যাটিংটা শুরু করেছে প্রথম বলেই ছক্কা মেরেছে। আমার জন্য একটু চ্যালেঞ্জিং ছিল বোলিং করা। আমি চেষ্টা করেছি টি-টোয়েন্টি মুডে বোলিং করার জন্য। যে বলটা আউট হয়েছে আগেরটা যেহেতু এলবিডব্লিউ আম্পায়ার আউট দিয়েছে। পরের বলটা চেষ্টা করেছি টার্ন করার জন্য। সেখানে হয়ত আমি সফল হয়েছি।'

'যে অবস্থা ছিল তারা তো এসেছে রান করার জন্য। প্রথম ওভারে ১২ রান হয়েছে। পরে দুই ছয় হয়েছে। এটা তো দেখেই বুঝা যায় তারা রান করার জন্য এসেছে, তারা যত দ্রুত রান তুলে নিতে পারে।'-যোগ করেন তিনি।

এসএইচ/এইচজেএস