ভারতের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে হেলমেটের স্ট্র্যাপ কামড়ে ধরে ব্যাটিং করতে দেখা গেছে সাকিব আল হাসানকে। যতবারই তিনি ব্যাটিংয়ে নেমেছেন ততবারই তাকে এমনটা করতে দেখা যায়। ব্যাটিংয়ের সময় মাথার পজিশন সোজা রাখার জন্য এই কৌশল বলে মনে করছেন অনেকে। সাকিব নিজেও এ নিয়ে মুখ খুলেছেন। এবার বিষয়টি নিয়ে কথা বলেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। 

নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে তিনি সাকিবের বিষয়ে কথা বলতে গিয়ে নিজের অতীত অভিজ্ঞতা স্মরণ করেছেন। ডি ভিলিয়ার্স বলেন, ‘সাকিব আল হাসানকে ভারতের বিপক্ষে ম্যাচে স্ট্র্যাপ কামড়ে ব্যাট করতে দেখা গেছে। আমি আসলে এটার সঙ্গে নিজের অবস্থাটা রিলেট করতে পারছি। সে বলেছে, এটা তার চোখের সমস্যার জন্য করতে হয়েছে। যেটা আসলে আমাকেও আমার ক্যারিয়ারের শেষদিকে এসে ভুগিয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমার আসলে ভারসাম্য নিয়ে খুব একটা বেগ পেতে হয়নি ক্যারিয়ারজুড়েই, এমনকি চোখের সমস্যার আগেও, শুধুমাত্র একটি জায়গা বাদে। সেটা হলো আমি সবসময় চেষ্টা করতাম আমার চিবুকটা যতটা সম্ভব আমার বাম কাঁধের কাছাকাছি রাখতে। যেন এখানে সঠিকভাবে ব্যাটিং করা যায় এবং আমি ভারসাম্য হারিয়ে না ফেলি। যখন আপনার মাথা শরীরের বাকি অংশের বাইরে থাকবে তখন আপনার পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। ফলে সাকিবের ক্ষেত্রেও আমার মনে হয় এরকম কারণই ছিল যেন সে ভারসাম্যটা ধরে রাখতে পারে। সে এটার ব্যাখ্যাও দিয়েছে যে চোখের সমস্যার কারণে তাকে এটি করতে হয়েছে।’

চেন্নাই টেস্টে হেলমেটের কালো রবারের স্ট্র্যাপ গলায় চেইনের মতো বানিয়ে কামড়ে ধরে রাখেন সাকিব। বেশ কয়েকটা সিরিজ ধরেই তিনি মাথার পজিশন ঠিক রাখতে এমন কৌশল ব্যবহার করে আসছেন তিনি। এ নিয়ে কানপুর টেস্টের আগে সংবাদ সম্মেলনে এসে সাবেক এই টাইগার অধিনায়ক বলেছেন, ‘এটা ব্যাটিংয়ে সহায়তা করছে। আরও আত্মবিশ্বাসী করে তোলে। গত ৬ মাস ধরে আমি এভাবে ব্যাট করলেই ভালো বোধ করি। রান যতই করি না কেন।’

এর আগে ভারতের বিপক্ষে চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্টের দুই ইনিংসেই ব্যাট করার সময় সাকিবের এমন কাণ্ড নজরে আসে। অনবরত হেলমেটের স্ট্র্যাপ কামড়াতে দেখা গেছে তাকে। যা নিয়ে প্রথম ইনিংস চলার সময়ই জানতে চাওয়া হয় ধারাভাষ্য বক্সে থাকা বাংলাদেশি ওপেনার তামিম ইকবালের কাছে। ধারাভাষ্য দেওয়ার সময় দীনেশ কার্তিক এবং তামিম সেই প্রশ্নের উত্তর দেন। কার্তিক জানান, শরীরের ভারসাম্য বজায় রাখতেই এমন কাজ করছেন সাকিব। ব্যাট করার সময় মাথা লেগ সাইডের দিকে ঝুঁকে থাকায় বল দেখতে তার অসুবিধা হতে পারে। সেটি এড়ানোর জন্যই তিনি এ কাজ করছেন বলে জানান কার্তিক।

একই মত তামিমেরও। সাবেক এই টাইগার অধিনায়ক বলেন, ব্যাট করার সময় সাকিবের মাথা একদিকে হেলে থাকত। তা ঠেকানোর জন্যই সাকিব স্ট্র্যাপ কামড়ে ধরে রেখেছেন। এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের অনুশীলনে বড় গলাবন্ধনী পরে ব্যাট করতেন সাকিব। পরে জানা গিয়েছিল মাথার পজিশন ঠিক রাখতেই এই কৌশল সাবেক টাইগার অধিনায়কের।

এসএইচ/এএইচএস