ভারতের চেন্নাইয়ে টেস্ট সিরিজ শুরুর আগে ফরম্যাটটিতে জয়খরায় ভুগছিল বাংলাদেশ। সেই চিত্র বদলায়নি, তবে টাইগারদের হার বেড়েছে আরও একটি। দুই দল ১৪ বারের মুখোমুখি দেখায় ভারত জিতেছে ১২টিতে, বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। সেই খরা কাটানোর লক্ষ্যে এবার কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে আগামীকাল (শুক্রবার) সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে বাংলাদেশ-ভারত।

বাংলাদেশ সময় সকাল ১০টায় ম্যাচটি শুরু হবে। এই ম্যাচটি কানপুরের কালো মাটির পিচে হওয়ার সম্ভাবনা প্রবল। তেমনটা ঘটলে প্রথমদিন সকালের সেশনে সহায়তা পেতে পারেন পেসাররা। এরপর এই পিচ ধীরে ধীরে পিচ স্পিনবান্ধব হয়ে উঠবে। তাই স্বভাবতই দুই দল ঝুঁকতে পারে বাড়তি স্পিনারের দিকে। ফলে বাংলাদেশের পাশাপাশি স্বাগতিকদের একাদশে পরিবর্তন আনার সম্ভাবনা বেশি।

এর আগে বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহে দ্বিতীয় টেস্টের একাদশে পরিবর্তনের ব্যাপারে সকালে পিচ দেখে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছিলেন। কালো মাটির পিচ বেছে নিলে পেসার কমিয়ে বাংলাদেশ একাদশে বাড়তি স্পিনার দেখা যেতে পারে। সেক্ষেত্রে নাহিদ রানার জায়গায় একাদশে ঢুকবেন বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। পাকিস্তান সিরিজের পর ভারতের বিপক্ষে তিনি টেস্ট স্কোয়াডে থাকলেও, এখন পর্যন্ত খেলার সুযোগ পাননি।

অন্যদিকে, ভারতের একাদশেও পরিবর্তন আসতে পারে একটি। সেক্ষেত্রে চেন্নাই টেস্টে খেলা আকাশ দ্বীপ বাদ পড়তে পারেন, তার জায়গায় কুলদীপ যাদব কিংবা অক্ষর প্যাটেলকে দেখা যেতে পারে রোহিতদের একাদশে। অক্ষর প্যাটেলের মতো একই ঘরানার লেফট-আর্ম স্পিনার রবীন্দ্র জাদেজা দলে থাকায়, কুলদীপ এগিয়ে থাকবেন।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ ও হাসকিন আহমেদ।

ভারতের সম্ভাব্য একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, রিষভ পান্ত, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব/অক্ষর প্যাটেল, জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।

এএইচএস