আগামী ৩ অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরাতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠবে। আইসিসির এই মেগা আসরে বড় প্রত্যাশা নিয়ে যাচ্ছে বাংলাদেশের মেয়েরাও। তবে তাদের ব্যাটিং ব্যর্থতার বিষয়টিই সবসময়ের মতো এবারও আলোচিত হচ্ছে। এমন অবস্থায়ও শিষ্যদের আত্মবিশ্বাস দেখিয়েছেন টাইগ্রেসদের প্রধান কোচ হাসান তিলেকারত্নে। ব্যাটাররাও ম্যাচ জেতানোর সামর্থ্য রাখে বলে বিশ্বাস তার।

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে আগামী বৃহস্পতিবার সকালে দেশ ছাড়বে বাংলাদেশ নারী দল। তার আগে আজ (মঙ্গলবার) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে ক্রিকেটারসহ কোচিং স্টাফদের ফটোসেশন। বিসিবি সভাপতি ফারুক আহমেদও সেখানে উপস্থিত ছিলেন।

পরে সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধান কোচ হাসান তিলেকারত্নে। জানিয়েছেন ব্যাটিং নিয়ে নিজেদের দুর্বলতার কথা। নারী দলের প্রধান এই কোচ বলেন, ‘আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। ব্যাটিংটা চিন্তার জায়গা, কিন্তু শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে কিছু ইতিবাচক দিক ছিল। তবুও আমরা আত্মবিশ্বাসী। আমি নিশ্চিত ব্যাটাররা আমাদের ম্যাচ জেতাবে।’

টপ অর্ডার ব্যাটার সাথী রাণীকে নিয়ে আশাবাদী কোচ হাসান, ‘সে (সাথী) ঘরোয়া টুর্নামেন্টে দুইটা সেঞ্চুরি হাঁকিয়েছে। আমাদের কারও কাছ থেকে প্রথম ছয় ওভারে ২০-২৫ রানের দরকার হয়। তার ওই সামর্থ্য ও টেকনিক্যাল জ্ঞান আছে। টেকনিক্যালি সে অনেক ভালো।’

এদিকে, প্রথমবার বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক মঞ্চে খেলার জন্য ডাক পেয়েছেন ব্যাটার তাজ নেহার। জাতীয় ক্রিকেট লিগ ও প্রিমিয়ার ভালো পারফর্ম করা এই ব্যাটারকে নিয়েও বড় প্রত্যাশা প্রধান কোচের, ‘মধ্য ওভারগুলোতে কেউ আক্রমণাত্মক ব্যাটিং করবে সেটাই আমরা চাই। তার (তাজ) বোলারদের ওপর আক্রমণ করার সামর্থ্য রয়েছে। এজন্য তাকে নেওয়া হয়েছে।’

এসএইচ/এএইচএস