চোখের সমস্যার কারণে ব্যাট হাতে রীতিমতো সংগ্রাম করছেন সাকিব আল হাসান। সবশেষ ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টে দেখা গেল বল হাতেও নিলিপ্ত সাকিবকে। দুই ইনিংস মিলিয়ে পাননি কোনো উইকেট। এমনকি প্রশ্ন উঠেছে সাকিবের আঙুলের চোট নিয়েও। যে কারণে ম্যাচে ঠিকঠাক বোলিংটা করতে পারেননি তিনি।

আলোচনা চলছে দ্বিতীয় টেস্টে খেলবেন কি না। সাকিবের সর্বশেষ অবস্থা আজ (সোমবার) গণমাধ্যমকে জানিয়েছেন বিসিবির সহকারী নির্বাচক হান্নান সরকার।

তিনি বলেন, ‘সাকিবকে নিয়ে ম্যাচে যাওয়ার আগে আমাদের সবসময় চিন্তা করে নিতে হয়। পরের ম্যাচের আগে আমাদের সেই চিন্তার সময় আছে। আমরা দেখব তার কী অবস্থা। আমরা জানি যে সাকিবের হাতের ব্যথা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। এটা কিন্তু ম্যাচের আগে ছিল না। অনেকেই অনেকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছে। কিন্তু আমরা ম্যাচের আগে ফিজিওর ১০০ ভাগ ক্লিয়ারেন্স নিয়েই তাঁকে দলে রেখেছি। তখন ১০০ ভাগ ফিটই ছিল। পরের ম্যাচের আগে সময় আছে, আমরা তাঁকে নিয়ে চিন্তা করব।’

বিসিবির সহকারী নির্বাচক হান্নান সরকার।

সাকিবের বিষয়ে সিদ্ধান্তের সময় এখনো আছে বলে জানালেন এই নির্বাচক, ‘সাকিব এমন একজন প্লেয়ার, সে যদি খেলতে না পারে, যদি মনে করে বোলিং করতে পারবে না, তাহলে কিন্তু ব্যাটসম্যান হিসেবে খেলতে পারে। আর সে যদি মনে করে বোলিং-ব্যাটিং কিছুই করতে পারবে না, তাহলে সিনারিও ভিন্ন। সময় যেহেতু আছে, পরে আমরা দেখেশুনে জাজমেন্টে যাব।’

এর আগে সাকিবকে একাদশ থেকে বাদ দেওয়া হবে কি না এমন এক প্রশ্নের জবাবে টাইগার কাপ্তান নাজমুল হোসেন শান্ত বলেছিলেন, ‘খুব সাহসী প্রশ্ন! মাশাআল্লাহ্!’ এরপর টাইগার অলরাউন্ডারের মাঠের বাইরের পারফরম্যান্স পাশ কাটিয়ে গেলেন কৌশলে, ‘অধিনায়ক হিসেবে আমি যেটা দেখি, শুধু সাকিব ভাই বলে বলছি না, আমি দেখি যে কে কতটুকু কষ্ট করছে এবং কামব্যাক করার জন্য যা যা দরকার, সে কাজগুলো করছে কি না, দলের প্রতি ইন্টেনশনটা কী রকম। এই জিনিসগুলো আমি খেয়াল রাখি। আমি চেষ্টা করি, ওই ক্রিকেটার দলকে দেওয়ার জন্য কতটুকু প্রস্তুত, শতভাগ কি না।’

এসএইচ/এফআই