চেন্নাই টেস্টে গাভাস্কারকে টপকালেন জয়সওয়াল, কুম্বলেকে অশ্বিন
বাংলাদেশের বিপক্ষে চেন্নাই টেস্টে জয়ের সুবাস পাচ্ছে ভারত। তৃতীয় দিনের খেলা শেষে ৪ উইকেট হারানো টাইগারদের জয় পেতে আরও ৩৫৭ রান করতে হবে। দ্বিতীয় ইনিংসে ভারতের ওপেনার যশস্বী জয়সওয়াল ব্যাট হাতে টপকে গেছেন দেশটির কিংবদন্তি সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কারকে। অন্যদিকে বল হাতে সাবেক স্পিন তারকা অনিল কুম্বলের একটি রেকর্ড ভেঙেছেন রবিচন্দ্রন অশ্বিন।
ভারতের জার্সিতে আন্তর্জাতিক ক্যারিয়ারটা এখনও খুব একটা বড় নয় জয়সওয়ালের। তবে এরইমাঝে ২২ বছর বয়সী এই তরুণ ওপেনার বাঁ-হাতের জোরে একের পর এক কীর্তি গড়ছেন। বাংলাদেশের বিপক্ষে চলমান টেস্ট তার লাল বলের আন্তর্জাতিক ক্যারিয়ারে দশম ম্যাচ। যেখানে একটি ডাবল সেঞ্চুরিসহ তিনি ৩টি সেঞ্চুরি ও ৪টি হাফসেঞ্চুরি করেছেন।
বিজ্ঞাপন
১০ টেস্টে জয়সওয়াল করেছেন ১০৯৪ রান। যা এই সংখ্যক ম্যাচ খেলে চতুর্থ সর্বোচ্চ রান। এর মধ্য দিয়ে তিনি এতদিন ১০ টেস্টে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রান করা গাভাস্কারের রেকর্ড ভেঙে দিয়েছেন। সাবেক এই তারকা ব্যাটার সমান ম্যাচে করেছিলেন ৯৭৮ রান। চলমান টেস্টের প্রথম ইনিংসে ভারত দ্রুত উইকেট হারানোর পর ওপেনার জয়সওয়ার ৫৬ রানের কার্যকরী একটি ইনিংস খেলেছেন। যদিও পরের ইনিংস আর বড় করতে পারেনেনি, আউট হয়েছেন মাত্র ১০ রানে।
এদিকে, ১০ টেস্টে সর্বোচ্চ রানের রেকর্ডটি এখনও অস্ট্রেলিয়ান কিংবদন্তি ডন ব্র্যাডম্যানের দখলে। তার সর্বোচ্চ ১৪৪৬ রানের পর এই তালিকায় আছেন ওয়েস্ট ইন্ডিজের দুজন এভারটন উইকস (১১২৫ রান) ও জর্জ হেডলি (১১০২ রান), ভারতের জয়সওয়াল (১০৯৪ রান) ও অস্ট্রেলিয়ার মার্ক টেলর (১০৮৮ রান)।
আরও পড়ুন
অন্যদিকে, চেন্নাইয়ে বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে বল হাতে উইকেটশূন্য থাকলেও, ব্যাট হাতে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন অশ্বিন। অভিজ্ঞ এই অলরাউন্ডার দ্বিতীয় ইনিংসে ভূমিকা রেখেছেন অফস্পিনে। ৩ উইকেট শিকার করে গড়লেন নতুন রেকর্ডও। ভারতের হয়ে চতুর্থ ইনিংসে সর্বাধিক উইকেট নেওয়া বোলার এখন অশ্বিন। পেছনে ফেলেছেন সাবেক লেগস্পিন গ্রেট অনিল কুম্বলেকে (৯৪)। তৃতীয় দিন শেষে অশ্বিন ১৫ ওভার বল করে ৬৩ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। টেস্টের চতুর্থ ইনিংসে সর্বাধিক ৯৬ উইকেট নিয়েছেন তিনি।
কুম্বলের রেকর্ড ভাঙার পাশাপশি অশ্বিন ছুঁয়ে ফেললেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার কোর্টনি ওয়ালশের রেকর্ড, টেস্টে ক্রিকেটে যৌথভাবে গড়েছেন অষ্টম সর্বাধিক উইকেট নেওয়ার রেকর্ড। এখন পর্যন্ত ১০১টি টেস্টে অশ্বিনের উইকেট ৫১৯টি, তার বোলিং গড় ২৩.৭৮। মোট ৩৬ বার টেস্ট ক্রিকেটে ফাইফার নিয়েছেন তিনি। অন্যদিকে, ওয়ালশ ১৯৮৪ থেকে ২০০১ পর্যন্ত ১৩২টি টেস্ট খেলে ৫১৯টি উইকেট নিয়েছিলেন।
এএইচএস