রোহিত-কোহলি যার উইকেট ভালো লেগেছে হাসানের
পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে দারুণ বোলিং করেছিলেন হাসান মাহমুদ। সেই ধারাবাহিকতা বজায় রাখছেন চলমান ভারত সিরিজেও। প্রথম টেস্টের প্রথম দিনে আজ হাসান ভারতের ৪ উইকেট শিকার করেছেন। এমনকি উইকেট পাওয়ার পর স্বভাবসুলভ দৃষ্টিভঙ্গি থেকে সরে এসে উদযাপনও করতে দেখা গেছে এই টাইগার পেসারকে।
দিন শেষে সংবাদ সম্মেলনে নিজের উদযাপন নিয়ে কথা বলেন ২৪ বছর বয়সী এই পেসার। কোহলির উইকেট নেওয়ার অনুভূতি নিয়ে বলেছেন, ‘যেকোনো ব্যাটসম্যানের উইকেট নেওয়া আনন্দের বিষয়। তো খুব ভালো লাগছে। তবে আসলে এটা উদযাপন ছিল না। স্বাভাবিক অনুভূতি ছিল এটা আমার দিক থেকে, কারণ আমি ব্যাটারকে ফেরাতে পেরেছি। এরকমই ছিল।’
বিজ্ঞাপন
এর আগের বোলিংয়ের কি পরিকল্পনা নিয়ে নেমেছিলেন সে প্রসঙ্গে হাসান বলেন, ‘আসলে আমার কাজ খুবই সহজ ছিল। আমি চেষ্টা করে গিয়েছি সঠিক জায়গা বল করে যেতে। কিছুটা সিম আপ ডেলিভারি করতে। ফলে আমি তা চেষ্টা করে গিয়েছি এবং পরে সফল হয়েছি। প্ল্যান ছিল খুবই সিম্পল। আমি আমার শক্তি অনুযায়ী বল করে যেতে চেয়েছি। চেষ্টা করেছি সবসময় এটি করে যেতে। এভাবেই এগিয়েছি আমি।’
আরও পড়ুন
টপ অর্ডার ব্যাটারের মধ্যে রোহিত শর্মা, ভিরাট কোহলি, শুভমান গিল ও মিডল অর্ডারের রিষভ পান্তকে আউট করেছেন হাসান। এর মধ্যে কোন উইকেটটি বেশি ভালো লেগেছে এমন প্রশ্নের জবাবে হাসান বলেন, ‘আসলে টেস্ট ম্যাচে উইকেট পাওয়া খুবই আনন্দের ব্যাপার আমার কাছে। পাকিস্তানে বা এখানে যেটাই হোক সেই ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করব সামনে। যতটুকু দলের জন্য নিজের সেরাটা দেওয়া যায়। আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। আমার জোনে ছিলাম আমি। ১০ উইকেট তুলে নিতে পারলে ভালো হত। ফলে কিছু কাজ এখনও বাকি আছে।’
এসএইচ/এএইচএস