ভারতকে যে রানের মধ্যে থামাতে চায় বাংলাদেশ
চেন্নাইয়ে রৌদ্যজ্জ্বল দিনের মতোই শুরুটা ঝলমলে করেছিল বাংলাদেশ। বিশেষ করে পেসার হাসান মাহমুদ ভারতের তিন সেরা ব্যাটারকে দ্রুত ফিরিয়ে মোমেন্টামটা একপেশে করে নেন। তবে শুরুর সেই ধাক্কা সামলে পরে ৬ উইকেটে ৩৩৯ রান নিয়ে দিন শেষ করেছে ভারতীয় ব্যাটাররা। রবিচন্দ্রন অশ্বিনের সেঞ্চুরিতে স্বাগতিকরা বড় সংগ্রহের পথেই রয়েছে।
তবে আগামীকাল (শুক্রবার) টেস্টের দ্বিতীয় দিনে এই পরিস্থিতি কাটিয়ে উঠতে চান টাইগার পেসার হাসান মাহমুদ। প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে তিনি বলেন, ‘আমার কাছে মনে হচ্ছে ৪০০ রানের আগে অলআউট করতে পারলে আমাদের জন্য ভালো হবে। উইকেট অনেক সহজ হয়ে গেছে ব্যাটিংয়ের জন্য। বেশ ব্যাটিং সহায়ক এখন। আমরা চেষ্টা করছি কীভাবে চাপ তৈরি করা যায় সেভাবে বল করার। কালকে ইনশাআল্লাহ এটাই হবে।’
তিনি আরও বলেন, ‘আমার মনে হয় বোলিংটা আরেকটু ইকোনিমিক্যাল, আরেকটু গোছানো হতে পারত। চেষ্টা করছি যেন ভালো জায়গায় বল করে তাদের চাপে ফেলা যায়। এখন মোমেন্টাম ওদের দিকে আছে। চেষ্টা করলে আশা করি ৪০০ রানের আগে অলআউট করতে পারব ইনশাআল্লাহ।’
বিজ্ঞাপন
দ্বিতীয় দিনের শুরুতেই ব্রেকথ্রু দিয়ে আবারও টাইগাররা ঘুরে দাঁড়াতে পারবে বলে বিশ্বাস ৪ উইকেট শিকার করা হাসানের, ‘আমরা যদি চেষ্টা করি ইনশাআল্লাহ কালকে আবার দ্রুত ব্রেক থ্রু এনে দিতে পারি, তাহলে খেলায় ফিরে আসতে পারব আশা করি। উইকেট ফ্ল্যাট হলেও একুরেট বল করতে পারলে ব্যাটারকে চাপে রাখতে পারলে আসলে ভালো করা সম্ভব।’
আরও পড়ুন
এর আগে সেঞ্চুরি নিয়ে দিন শেষ করার পর অশ্বিনও পিচে ব্যাটিং করতে সুবিধা পাওয়ার কথা জানিয়েছিলেন। তিনি বলেন, ‘এটা অনেকটা চেন্নাইয়ের প্রথাগত উইকেটের মতো। যেখানে একটু বাউন্স আছে এবং এটি ক্যারিও করে। আপনি যদি লাইনে থাকেন তাহলে লাল মাটির উইকেট আপনাকে শটস খেলার সুযোগ দেবে। বল যখন একটু বাইরে থাকে তখন জোরে মারতে সহজ হয়।’
এসএইচ/এএইচএস