আগামী ৩ অক্টোবর থেকে মাঠে গড়াতে যাচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দেশের পরিস্থিতি বিবেচনায় শেষ মুহূর্তে পরিবর্তন হয়ে যায় আয়োজক ভেন্যু। নতুন করে সংযুক্ত আরব আমিরাতকে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বেছে নেওয়া হয়েছে। আসন্ন বিশ্বকাপ উপলক্ষ্যে আজ (বুধবার) বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দল ঘোষণায় বিসিবি এবার ভিন্ন প্রক্রিয়া বেছে নিয়েছে। যেখানে দেখা যায়, দলে থাকা ক্রিকেটারদের নাম ঘোষণা ও তাদের জন্য শুভকামনা জানাচ্ছেন প্রবাসী বাঙালিরা। এবারের নতুন এই উদ্যোগ বেশ প্রশংসিত হচ্ছে। পরে সংবাদ সম্মেলনে বিসিবির নারী বিভাগের প্রধান হাবিবুল বাশার সুমন এর ব্যাখ্যাও দিয়েছেন। 

মিরপুরে দল ঘোষণার পর বাশার বলেন, ‘আমাদের এবারের বিশ্বকাপ খুব গুরুত্বপূর্ণ। দেশের ক্রিকেটে কিন্তু খুব বড় শক্তি ফ্যানরা। আমরা দেখেছি শুধু দেশের মানুষ যারা, তারা তো এখানে থেকে ফলো করেন। কিন্তু আমরা যখনই প্রবাসে যাই, প্রবাসে যারা থাকেন; তাদের একটা বড় অংশ কিন্তু আমাদের ফলো করেন।’

তিনি আরও বলেন, ‘দেখার বিষয় ছিল তারা আমাদের (নারী ক্রিকেটের) কতটুকু খবর রাখছে। এরপর দেখেছি সবাই খুব আগ্রহ নিয়েই তাকিয়ে আছে আসন্ন বিশ্বকাপের দিকে। তারা যে আসলে অনেকখানি সম্পৃক্ত থাকেন আমাদের দলের সঙ্গে, সেটার জন্যই আমাদের এই প্রয়াস। এটার জন্যই তাদের মাধ্যমে স্কোয়াড ঘোষণা করা হয়েছে।’ 

বিদেশের মাটিতেও বাংলাদেশ দল সমর্থন পাবে বলে বিশ্বাস বাশারের, ‘আমার মনে হয় না এটা বলার খুব দরকার আছে। প্রথমে যেটা বলেছি, প্রবাসীরা সবসময় সমর্থন দেন। আমরা যখন দেশের বাইরে খেলতে যাই, এটা আমি যখন ক্রিকেট খেলেছি, পরে দেখতে গেছি তখনও দেখেছি যে প্রবাসীরা মাঠে আসেন, এটা আমাদের অনেক বড় শক্তি। আরব আমিরাতে যারা আছেন, আশা করব আপনারা সবাই মাঠে আসবেন। আপনাদের সমর্থনটা আমাদের মেয়েদের আসলেই অনেক সাহায্য করবে।’

প্রসঙ্গত, ১০ দলের এই বিশ্বকাপে বাংলাদেশ আছে ‘বি’ গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড, স্কটল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। ২৮ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ও ৩০ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ। ৩ অক্টোবর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড। ৫ অক্টোবর প্রতিপক্ষ ইংল্যান্ড, ১০ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ। এই তিনটি ম্যাচই হবে শারজায়। ১২ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটি দুবাইয়ে হবে। প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

এসএইচ/এএইচএস