সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না সাকিব আল হাসানের। সদ্য সমাপ্ত পাকিস্তান সিরিজে ব্যাটিংয়ে ফ্লপ ছিলেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। এবার কাউন্টিতেও ব্যাট হাতে ব্যর্থ তিনি। তবে সাকিবের অফফর্ম নিয়ে চিন্তিত নন হান্নান সরকার। বিসিবির এই নির্বাচকের মতে, সাকিবের ফর্মে ফেরা মাত্র এক ইনিংসের ব্যাপার।

গতকাল সংবাদ সম্মেলনে সাকিব প্রসঙ্গে হান্নান বলেন, ‘ফর্মটা গুরুত্বপূর্ণ, কিন্তু সাকিব এখন ফর্মে নেই। তবে টেস্টে ফর্মে ফেরার সময় থাকে, টি-টোয়েন্টি বা ওয়ানডেতে সে সময়টা থাকে না। সেখানে রান করার তাগিদ থাকে, সময় কম থাকে। টেস্ট ক্রিকেটে আবার সে সময়টা থাকে। আমি বিশ্বাস করি, সাকিব যে মানের খেলোয়াড়, তার কাছে একটি ইনিংস শুধু সময়ের ব্যাপার।’

হান্নান মনে করেন সবসময়ই সাকিব দলের জন্য গুরুত্বপূর্ণ, ‘সাকিব যদি দলে থাকে, সেটা নিয়ে প্রতিপক্ষেরও একটা চিন্তা থাকে। দুই, চার, পাঁচ ইনিংস দেখে সাকিবকে কেউ মূল্যায়ন করে না। আমরাও তা করতে চাই না। সাকিব একজন অলরাউন্ডার। ওর ফর্মে ফেরা শুধুই একটা ইনিংসের ব্যাপার।’

এদিকে রিশাদ হোসেনের টেস্ট খেলা নিয়ে হান্নান জানান, ‘(রিশাদ) অবশ্যই (টেস্টের) প্ল্যানে আছে। আসলে দীর্ঘ মেয়াদের ফরম্যাটে খুব বেশি অভিজ্ঞতা নেই রিশাদের। টি-টোয়েন্টিতে ৪ ওভার, ওয়ানডেতে ১০ ওভার (করতে হয়)। টেস্টে হয়ত ১৫-২০ ওভার করতে হতে পারে। সে লোডটা এখনও তাকে নিতে দেখিনি আমরা।'

'আমরা চাচ্ছি, দীর্ঘ মেয়াদের ফরম্যাট খেলে সে দলে আসুক। যখন খেলবে তখন তার জন্য সহজ হবে। রিশাদ যদি দলে চলে আসে তাহলে কিন্তু বিশাল পাওয়া হবে। লেগ স্পিনার যেকোনো ফরম্যাটেই ভয়ংকর হতে পারেন।'-যোগ করেন তিনি।

এসএইচ/এইচজেএস