চলতি মাসেই ভারতের মাটিতে দুই ফরম্যাটের সিরিজ খেলতে যাবে বাংলাদেশ। এই সিরিজের একটি টি-টোয়েন্টি ম্যাচে প্রথমে হামলা চালানোর হুমকি দিয়েছিল হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভা। এরপর তারা দ্বিতীয় টেস্টের ভেন্যু কানপুরেও হামলা করবে বলে হুমকি দেয়। যা নিয়ে ইতোমধ্যে নিজেদের মন্তব্য জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। মন্তব্য করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

ভারতীয় সংগঠনটির ওই হুমকি নিয়ে বিসিসিআইও সতর্ক বলে জানিয়েছে। তবে তারা কোনো নিরাপত্তাজনিত শঙ্কা দেখছে না। এদিকে, আজ (বৃহস্পতিবার) সারাদিনের ব্যস্ততা শেষে বিসিবি দপ্তর থেকে বেরিয়ে যাওয়ার সময় এ নিয়ে কথা বলেন বিসিবি সভাপতি। জবাবে তিনি ভারত সফরে ক্রিকেটাররা সর্বোচ্চ নিরাপত্তা পাবেন বলেও নিশ্চয়তা দেন।

ফারুক আহমেদ বলেন, ‘বিসিসিআইয়ের সচিব জয় শাহ, যিনি আগামী ডিসেম্বরে আইসিসি চেয়ারম্যানের দায়িত্ব নেবেন, তার সঙ্গে আমার কথা হয়েছে। আমাদের উদ্বেগের কথা আমরা জানিয়েছি। তিনি বলেছেন, দ্বিপাক্ষিক সিরিজে এসব হুমকি বড় কোনো ব্যাপার নয়। তার পরও তারা বাংলাদেশ দলের জন্য সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করবেন। আমরাও আশা করি কোনো সমস্যা হবে না।’

এর আগে হামলার হুমকি প্রসঙ্গে বিসিসিআইয়ের এক কর্মকর্তা সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি এবং সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছি। সূচি অনুযায়ী ম্যাচ আয়োজন করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ করা হচ্ছে। দু’দলের টেস্ট ম্যাচ আয়োজনের জন্য স্টেডিয়ামও সম্পূর্ণ প্রস্তুত।’

বিসিসিআইয়ের ওই কর্তা আরও বলেন, ‘আমরা ম্যাচ সরানোর কথা ভাবছিই না। কানপুরেই খেলা হবে। তবু আমরা পরবর্তী পরিস্থিতির দিকেও নজর রাখব। কানপুরের পাশাপাশি আর একটি কেন্দ্রের দিকেও নজর রাখা হচ্ছে।’ 

উল্লেখ্য, ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে প্রথম টেস্ট দিয়ে ভারত সফর শুরু করবে বাংলাদেশ দল। ২৭ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় টেস্ট হওয়ার কথা কানপুরে। দুটি টেস্টই সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিসিসিআই এবং স্থানীয় প্রশাসন এক যোগে কাজ করছে। গত রোববার প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষণা করেছে বিসিসিআই। এরপর আজ বাংলাদেশও স্কোয়াড ঘোষণা করেছে। টেস্ট সিরিজ শেষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজে মুখোমুখি হবে দুই দল।

এএইচএস