একটা সময় বাংলাদেশের বোলিং বিভাগ ছিল স্পিন নির্ভর। যে কারণে ঘরের মাঠে স্পিন সহায়ক উইকেটে খেলে সাফল্য পেলেও ঘরের বাইরে বেশ ভুগতে হতো টাইগারদের। কিছুটা ধীরে হলেও এখন পেসে উন্নতি করেছে বাংলাদেশ। যার ফলাফলও আসছে। পেসারদের বাড়তি গুরুত্ব দেওয়ায় খুশি শরিফুল ইসলাম।

আজ রোববার বিসিবির প্রকাশিত ভিডিওতে শরিফুল বলেন, 'একটা সময় আমরা যখন খেলতাম, তখন পেসাররা খুব একটা খেলতো না (জাতীয় দলে)। এখন দেখেন আমাদের তিন জন পেসার খেলছে। বাইরে যারা আছে তারাও প্রস্তুত থাকে কেউ যদি চোটে পড়ে বা দুই-একটা মিস করে তাহলে পেছনে যে আছে সে খেলে। সে অভাবটা কিন্তু বুঝা যায় না যে কেউ মিস করছে।'

সদ্য সমাপ্ত পাকিস্তান সিরিজে খেলার সময় চোটে পড়েন শরিফুল। যার ফলে সিরিজের দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি তিনি। তার জায়গায় খেলেন তাসকিন আহমেদ। তাসকিন ভালো করায় খুশি শরিফুলও, 'আমি যখন চোটে পড়লাম, তাসকিন ভাই ভালো করেছে। আমার খুব ভালো লেগেছে। কারণ এই যে একটা...সবাই ভালো করছে, দেখতেও ভালো লাগে।'

'দেখেন আমাদের পেছনে কিন্তু আরও অনেক বোলার আছে, জাতীয় দলে খেলতেছে, খেলবে বা আসবে। পেস বোলিং চ্যালেঞ্জিং হয়ে আসছে, সবাইকে লড়াই করে আসতে হচ্ছে। এটা আমার মনে হয় বাংলাদেশের জন্য ভালো একটা ব্যাপার।'

এসএইচ/এইচজেএস