ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ২০০৭ বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন রাহুল দ্রাবিড়। অধিনায়ক হিসেবে ব্যর্থ দ্রাবিড় ১৭ বছর পর সেই ক্যারিবিয়ানেই শিরোপার দেখা পেলেন। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপাখরা ঘুচিয়েছে ভারত। কীভাবে সম্ভব হলো এই জয়? কোচের দায়িত্ব ছাড়ার ৭১ দিন পরে জানালেন দ্রাবিড়।

তার মতে, এখন গোটা ভারত থেকে যেভাবে প্রতিভা উঠে আসছে, তার কারণেই এতটা শক্তিশালী হয়েছে দেশটির ক্রিকেট।

একটি অনুষ্ঠানে গিয়ে ভারতীয় ক্রিকেট নিয়ে মুখ খোলেন দ্রাবিড়। তিনি বলেন, ‘এখন ভারতীয় ক্রিকেটের দিকে তাকালে দেখা যাবে, এই দেশের ক্রিকেট অনেক শক্তিশালী। তার প্রধান কারণ, দেশের প্রত্যেকটা কোনা থেকে প্রতিভা উঠে আসছে। আগে শুধু বড় শহর থেকেই ক্রিকেটার উঠে আসতো। এখন সেটা হয় না। সে কারণেই ভারত ক্রিকেটে এতটা শক্তিশালী হয়ে উঠেছে। সে কারণেই আমরা বিশ্বকাপ জিততে পারছি।’

ভারতের ক্রিকেটের উন্নতির নেপথ্যে দেশটির ঘরোয়া ক্রিকেটেরও বড় ভূমিকা রয়েছে বলে মনে করেন দ্রাবিড়। তিনি বলেন, ‘শুধু আমাদের রঞ্জি ট্রফির মান দেখুন। এখন দক্ষিণ ভারতে এমন কোনো রাজ্য নেই, যাদের সহজে হারানো যায়। ভারতের বাকি অঞ্চলেও অনেক শক্তিশালী দল রয়েছে। ফলে প্রতিযোগিতার মান আরও ভাল হয়েছে। সেই কারণেই আরও ভালো ক্রিকেটার পাচ্ছি আমরা।’

ভারতীয় ক্রিকেটের দায়িত্বে থাকাকালীন দু’বার বিশ্বকাপ জেতার সুযোগ পেয়েছিলেন দ্রাবিড়। প্রথমে ভারতের মাটিতে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ। গোটা প্রতিযোগিতায় ভালো খেলে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছিল রোহিত শর্মাদের। তবে পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ট্রফি হাতছাড়া হয়নি। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। তারপরই কোচের পদ ছাড়েন দ্রাবিড়। আইপিএলের আগামী মৌসুমে রাজস্থান রয়্যালসের কোচ হিসেবে দেখা যাবে দ্রাবিড়কে।

এফআই