মাঠে ফেরার বিষয়ে আপডেট জানালেন এবাদত
এবাদত হোসেন কবে ফিরবেন মাঠের ক্রিকেটে, এমন প্রশ্ন দেশের ক্রীড়াঙ্গনে অনেকদিন ধরে ঘুরছে। বাংলাদেশের আসন্ন ভারত সফর দিয়ে ফেরার কথা নিজেই জানিয়েছিলেন সিলেটের এই পেসার। তবে সেটি এখনই সম্ভব হচ্ছে না। কেননা বিসিবির মেডিকেল বিভাগের দেওয়া বেঞ্চমার্ক এখনও পেরোতে পারেননি এবাদত। যে কারণে এই তারকা পেসারের মাঠে ফেরার সময় আরও দীর্ঘ হচ্ছে।
যদিও ভারত সিরিজে বাংলাদেশ দলের সঙ্গে যাচ্ছেন বলে আজ (শুক্রবার) গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এবাদত। তিনি বলছেন, ‘অবশ্যই (ফিরতে চাই), আমি তো খেলার জন্য মুখিয়ে আছি। এখন আমার ফিটনেসটা ফিরে পেতে হবে। ফিটনেসের জন্য আমার সঙ্গে স্থানীয় ট্রেনার ও ফিজিও কাজ করছেন। জাতীয় দলের ফিজিও–ম্যানেজমেন্ট যারা আছে, উনারা আমাকে প্রোগ্রাম দিয়েছে।’
বিজ্ঞাপন
তবে মাঠে ফেরার সময়টা সুনির্দিষ্ট করে বলতে পারলেন না এই পেসার, ‘স্থানীয় ফিজিও, ট্রেনারের সঙ্গে কাজ করতেছি আলহামদুলিল্লাহ। ভারতে যাওয়ার পর যদি দেখি ফিটনেস ওইভাবে পাচ্ছি, ম্যানেজমেন্ট যদি যথেষ্ট খুশি থাকে আমাকে নিয়ে এবং যদি ওইখানে খেলায় তো খেললাম। আর যদি না খেলতে পারি তাহলে বাংলাদেশে তো আমাদের ঘরোয়া ম্যাচগুলো আছে, সেগুলোয় খেলব ইনশা-আল্লাহ।’
আরও পড়ুন
এদিকে, বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরি দিন দুয়েক আগে এবাদতকে নিয়ে ঢাকা পোস্টকে বলেছিলেন, ‘এবাদত এখনও আমাদের বেঞ্চমার্ক ক্রস করতে পারেনি শতভাগ।’ তাহলে তিনি কবে নাগাদ ফিরতে পারেন এমন প্রশ্নে দেবাশীষ বলেন, ‘তাকে যে প্রোগ্রাম দেওয়া হয়েছে যতক্ষণ পর্যন্ত সে পাস করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তো ফিরতে পারবে না। অপারেশন করার অনেকদিন হয়ে গেছে। সে পিছিয়ে আছে সংগ্রাম করছে, সময় নিচ্ছে সে।’
প্রসঙ্গত, আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ভারতের বিপক্ষে তাদের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ দল। পরবর্তীতে দুই দল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে।
এসএইচ/এএইচএস