ইনজুরির কী অবস্থা এবাদতের, মাঠে ফিরবেন কবে?
কিছু দিন আগে এবাদত হোসেন জানিয়েছিলেন ভারত সিরিজকে সামনে রেখে অনুশীলন চালিয়ে যাচ্ছেন তিনি। তবে ভারত সফরে যে থাকছেন না সেটা বলাই যায়। কেননা বিসিবির মেডিকেল টিমের দেওয়া বেঞ্চমার্ক এখনো ক্রস করতে পারেননি এবাদত। যে কারণে মাঠে ফেরার সময় আরো দীর্ঘ হচ্ছে সিলেটের এই পেসারের।
মাঠে না ফিরলেও ঠিক কী অবস্থায় রয়েছেন এবাদত। এ বিষয়ে জানতে যোগাযোগ করা হয় বিসিবির প্রধান চিকিৎস দেবাশীষ চৌধুরির সঙ্গে। জবাবে ঢাকা পোস্টকে তিনি বলেন, ‘এবাদত এখনো আমাদের বেঞ্চমার্ক ক্রস করতে পারেনি শতভাগ। আমরা বলব তার যে বেঞ্চমার্ক সেটা সে ক্রস করতে পারেনি।’
বিজ্ঞাপন
তাহলে কবে নাগাদ ফিরতে পারেন এমন প্রশ্নে দেবাশীষ বললেন, ‘তাকে যে প্রোগ্রাম দেওয়া হয়েছে যতক্ষণ পর্যন্ত সে পাশ করতে না পারবে ততক্ষণ পর্যন্ত তো ফিরতে পারবে না। অপারেশন তো অনেক দিন হয়েছে। সে পিছিয়ে আছে সংগ্রাম করছে, সময় নিচ্ছে সে।’
সামনে এনসিএল দিয়ে কী ফিরতে পারবেন এই পেসার? এমন প্রশ্নের জবাবে দেবাশীষ বললেন, ‘অক্টোবরে এনসিএল তো লঙ্গার ভার্সনে। সেটা শুরুতে সে চারদিন খেলবে কিনা এটা একটা বিষয়। যদি খেলে তার জন্য ঠিক করে দিতে হবে কত ওভার বল করবে। এটা ভবিষ্যতের এখন কমেন্ট না করি, আপতত বেঞ্চমার্ক ক্রস করুক।’
আরও পড়ুন
এদিকে বিসিবির এক নির্বাচক ঢাকা পোস্টকে জানিয়েছেন এবাদতকে নিয়ে তাড়াহুড়ো নয় কোনো। ঘরের মাঠে গত বছরের আগস্টে আফগান সিরিজের দ্বিতীয় ওয়ানডে চলাকালে ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছিলেন এবাদত। এরপর ৩০ আগস্ট ইংল্যান্ডে হয় অস্ত্রোপচার।
এরপর ঠিক ঠিক একবছর পার হলেও এখন পর্যন্ত ফেরা হয়নি এবাদতের। অক্টোবরে ফেরার আশা থাকলেও বিসিবি চিকিৎসকের বক্তব্য অনুযায়ী সেটাও হচ্ছে না এবারে।
এসএইচ/জেএ