সাকিব আল হাসান চাপ বাড়িয়েছেন। মেহেদি হাসান মিরাজ পেয়েছেন উইকেট। রাওয়ালপিন্ডি টেস্টের শেষ বিকেলে এসে বাংলাদেশকে বলতে গেলে স্বপ্ন দেখাচ্ছেন দুই স্পিনার। মাঝে মোহাম্মদ রিজওয়ানের উইকেট তুলে নিয়েছেন পেসার নাহিদ রানা। স্পিনারদের দারুণ স্পেলের সুবাদে পাকিস্তানকে প্রথম ইনিংসে চেপে ধরেছে বাংলাদেশ। 

তৃতীয় সেশনে শুরুটা করেছিলেন নাহিদ রানা। দুর্দান্ত এক ডেলিভারিতে রিজওয়ানকে নাজমুল হোসেনের ক্যাচ বানিয়ে ফিরিয়েছেন এই গতি তারকা। লাফিয়ে ওঠা বলে খোঁচা দিয়ে স্লিপে ক্যাচ দেন আগের ম্যাচে দারুণ ছন্দে থাকা রিজওয়ান। তার আউটে ষষ্ঠ উইকেট হারায় পাকিস্তান।

২৪ রানের জুটির পর মিরাজের বলে তুলে মারতে গিয়ে আউট হন খুররাম শেহজাদ। ক্যাচ দিয়েছেন মিড–অফে দাঁড়িয়ে থাকা সাকিব আল হাসানকে। মিরাজ পেয়ে যান নিজের তৃতীয় উইকেট। এরপরেই সাকিব আল হাসানের বলে ক্যাচ মিস করেন মুমিনুল হক। জীবন পান মোহাম্মদ আলী। 

তবে সেটার সুবিধা পাকিস্তান নিতে পারেনি। মোহাম্মদ আলী বেশিক্ষণ টিকলেন না। মিরাজের বলে স্লিপে সাদমান ইসলামের ক্যাচ হয়েছেন। মিরাজ নিলেন চতুর্থ উইকেট, পাকিস্তান হারাল অষ্টম ব্যাটসম্যান।

পুরোদিনে বোলিং পারফর্ম্যান্স ভাল হলেও বাংলাদেশকে ভুগিয়েছে ফিল্ডিং। সাকিবের বলে আগা সালমান, মিরাজের বলে খুররম শেহজাদ এবং নাহিদ রানার বলে সৌদ শাকিলের ক্যাচ মিস করেন বাংলাদেশের ফিল্ডাররা।

এই টেস্ট শুরুর কথা ছিল গতকাল। বৃষ্টির কারণে কাল মাঠে গড়াতে পারেনি খেলা। ফলে অফিসিয়ালি আজ রাওয়ালপিন্ডি টেস্টের ২য় দিন।

সিরিজের প্রথম টেস্ট জিতে ইতোমধ্যে এগিয়ে রয়েছে বাংলাদেশ।

জেএ