রাওয়ালপিন্ডিতে গতকাল সকাল থেকেই বৃষ্টি ছিল। টানা বৃষ্টিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা পরিত্যক্ত হয়েছে। টসও হয়নি। দ্বিতীয় দিনে কেমন থাকবে রাওয়ালপিন্ডির আবহাওয়া?

আজ শনিবার (৩১ আগস্ট) বাংলাদেশ সময় সকাল ১১টায় সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু করবে পাকিস্তান-বাংলাদেশ।

আজকের আবহাওয়া নিয়ে আকুওয়েদারের পূর্বাভাস বলছে, রাওয়ালপিন্ডির আজকের আবহাওয়া গতকালের চেয়ে ভিন্ন থাকবে। আজ বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই। ফলে রাওয়ালপিন্ডিতে রৌদ্রোজ্জ্বল একটি দিন দেখা যেতে পারে। নির্ধারিত সময়েই শুরু হতে পারে দ্বিতীয় দিনের খেলা।

তবে আরেকটি প্রতিকূলতার মুখোমুখি হতে হবে ক্রিকেটারদের। এদিন অতিরিক্ত গরম থাকতে পারে রাওয়ালপিন্ডিতে। সকালে খেলা শুরু হওয়ার সময় সেখানকার তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস। অতিরিক্ত আর্দ্রতার কারণে যেটা অনুভূত হবে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। আর দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। দিন যত গড়াবে সেই তাপমাত্রা বাড়ার কথা রয়েছে।

এর আগে সিরিজের প্রথম টেস্টও হয়েছিল এই ভেন্যুতে। ওই ম্যাচেও প্রথমদিনের অর্ধেক সময় বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল, যদিও পরে ৪১ ওভারের খেলা হয়। বাকি চারদিনের লড়াই শেষে প্রথমবারের টেস্টে পাকিস্তানকে হারানোর ইতিহাস গড়ে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত’র দল জিতে নেয় ১০ উইকেটের বড় ব্যবধানে। ফলে দ্বিতীয় টেস্ট দিয়ে তাদের সামনে সিরিজ জয়ের সুযোগ হাতছানি দিচ্ছে।

এইচজেএস