মাথার ওপর ঝুলছে হত্যা মামলার খড়গ। ক্রিকেট মাঠের অলরাউন্ডার রাজনীতির সঙ্গে জড়িয়ে হয়েছেন বিতর্কিত। ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হওয়া গার্মেন্টসকর্মী রুবেল হত্যা মামলার আসামি সাকিব আল হাসান। এমনকী তাকে দেশে ফিরিয়ে আনতে পাঠানো হয়েছে লিগ্যাল নোটিশও।

তবে মাঠের বাইরের ঝড় সাকিবকে সেভাবে স্পর্শ করতে পেরেছে কোথায়! পাকিস্তানের বিপক্ষে প্রথমবার টেস্ট জয়ের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল টাইগার অলরাউন্ডারের। চাপহীন থেকে সাকিবের এমন পারফরম্যান্সের রহস্য কী, জানালেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 

সাকিবের পারফরম্যান্স প্রসঙ্গে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘যতটুকু বুঝি, (সাকিব) যখন দেশের হয়ে নামেন, তখন অনেক নিবেদিত একজন মানুষ তিনি। দলের জয়ের জন্য যা যা করা দরকার—ব্যক্তিগত জীবন একদিকে সরিয়ে রেখে দলের জন্য কীভাবে ভালো করতে পারেন, সেদিকে ফোকাস করা, দলের জুনিয়র একজনকে আলাদা করে সহায়তা করা—এগুলো আলাদা করে করতে পারেন।’

সাকিবকে নিয়ে শান্ত আরও বললেন, ‘যেমনটি বললাম, খুবই নিবেদিত একজন। এ রকম অবস্থায় থাকার পরও এমন পারফরম্যান্স করা, দলে ইনপুট দেওয়া, বিশেষ করে বোলিংয়ে। অসাধারণ। আমার মনে হয় তার কাছ থেকে এমন আশা করি। সামনের ম্যাচে আরও বেশি আশা করছি।’

রাওয়ালপিন্ডি টেস্ট জয়ের পর শান্ত কৃতিত্ব দিয়েছেন সবাইকেই, ‘আমি কোনো ব্যক্তিগত পারফরম্যান্সকে কৃতিত্ব দিতে চাই না। আমরা জানি মুশি (মুশফিকুর রহিম) কতটা অভিজ্ঞ। সঠিক কাজটা উনি প্রতিদিন করে থাকেন। তিনি তাঁর কাজটা করেছেন। আর আমরা সবাই প্রত্যাশা করি, তিনি এমন কিছু প্রতি ম্যাচেই করবেন। তবে কৃতিত্ব যদি দিতে হয়, সব ব্যাটসম্যানদের দিতে হবে। বিশেষ করে ওপেনাররা, এই দুর্দান্ত পেস আক্রমণের বিপক্ষে ওরা যেভাবে নতুন বলটা সামলেছে, সেটা দারুণ ছিল।’

এসএইচ/এফআই