বিসিবির সংস্কার নিয়ে যা বললেন আসিফ মাহমুদ
দেশের ক্রীড়াপ্রেমীদের দীর্ঘদিনের দাবি ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংস্কার। দেশের ক্ষমতার পালাবদলের পর এই দাবি এখন আরও জোরালো হয়। এরই মধ্যে শীর্ষ পর্যায়ে রদবদল শুরু হয়েছে।
দীর্ঘ এক যুগ ধরে বিসিবি সভাপতির পদ আকড়ে থাকা নাজমুল হাসান পাপন এরই মধ্যে পদত্যাগ করেছেন। এর আগে ক্রিকেট অপারেশন্স প্রধানের পদ থেকে পদত্যাগ করেছেন জালাল ইউনুসও।
বিজ্ঞাপন
পাপনের স্থলাভিষিক্ত হিসেবে নতুন সভাপতির দায়িত্ব পেয়েছেন সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক ফারুক আহমেদ। বিসিবির ইতিহাসে তিনিই প্রথম সভাপতি, যিনি আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন।
আরও পড়ুন
দেশের প্রখ্যাত কোচ ও ক্রিকেট সংগঠক নাজমুল আবেদীন ফাহিমকে বিসিবিতে আনার জোরালো দাবি ছিল। এবার পরিচালক করা হয়েছে জনপ্রিয় এই মুখকে। এদিকে, সভাপতির পদে বসেই হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের বিকল্প খোঁজার বার্তা দিয়েছেন ফারুক আহমেদ।
তবে এখানেই শেষ হচ্ছে না ক্রিকেট বোর্ডের সংস্কার। অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সোশ্যাল মিডিয়া ফেসবুকে সেই ইঙ্গিতই দিয়েছেন। লিখেছেন, ‘বিসিবির সংস্কার কেবল শুরু হয়েছে।’
The BCB reforms have just begun.
Posted by Asif Mahmud on Wednesday, August 21, 2024
এদিকে, সভাপতি হওয়ার পর প্রথম প্রতিক্রিয়ায় ফারুক আহমেদ বলছিলেন, ‘লক্ষ্য তো অনেক বড়, প্রথম ও প্রধান লক্ষ্য বাংলাদেশ দলকে একটা জায়গায় দেখতে চাই। সেক্ষেত্রে এটা তো অনেক বড় একটা ব্যাপার, কিভাবে দেখবো। অনেক জায়গায় আমাদের কাজ করতে হবে। আপনারা জানেন যে, অনেক দিন ধরে কাজ হয়েছে হয় নাই অনেক প্রশ্ন আছে।’
আরও বলেন, ‘প্রথম ও প্রধানতম দায়িত্ব আমার ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। এটা যদি আমরা মাথায় রাখি.. বাংলাদেশ ও বাংলাদেশ ক্রিকেট দল.. তাহলে কাজগুলো অনেক সহজ হবে। আমরা যেন অন্যদিকে ডাইভার্ট হয়ে না যাই। ক্রিকেট টিম, বাংলাদেশ ক্রিকেট সার্বিকভাবে এবং বাংলাদেশ.. আমরা এটাকে এগিয়ে নিয়ে যেতে চাই।'
এফআই