রাজনৈতিক পালা বদলের হাওয়া লেগেছে দেশের ক্রিকেট অঙ্গনেও। এক যুগের রাজত্ব শেষ হয়েছে নাজমুল হাসান পাপনের। আজ বিসিবির পরিচালনা পরিষদের সভায় জানা গেছে পাপনের পদত্যাগের খবর। পাপনের উত্তরসূরী হিসেবে বিসিবির নতুন সভাপতি হয়েছেন ফারুক আহমেদ।

বাংলাদেশ দলে হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের ভবিষ্যৎও ঝুলে গেছে। আজ মিরপুরে হাথুরু সম্পর্কে সাংবাদিকদের নতুন সভাপতি বলেন, 'চন্ডিকা হাথুরুসিংহের চুক্তি কতদিন আমি আসলে জানি না। তবে আমি আমার আগের অবস্থানেই আছি (হাথুরুর বিদায় চান)। এখন যেহেতু আমি দায়িত্ব পেয়েছি। এখন আমি বিকল্প খুঁজবো, তার চাইতে বেটার কাউকে পাই কি না, কাছাকাছি মানের কাউকে পাওয়া যায় কি না এসব দেখবো।'

'এরপর বাকিদের সাথে আলাপ করবো, সিইও আছেন, আগে যারা কাজ করেছেন তাদের সাথে কথা বলে নেবো। তারপরে...আসলে আমি ওই অবস্থান থেকে সরিনি এখনো।'-যোগ করেন ফারুক আহমেদ। 

এর আগে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছিলেন হাথুরুসিংহে। এই মুহূর্তে দলের সঙ্গে পাকিস্তান সফরে থাকা লঙ্কান এই কোচ বলছিলেন, 'আমার কোনো ধারণা নেই বাংলাদেশে (ক্রিকেট বোর্ডে) কী চলছে। আমার ভবিষ্যতের কথা বললে, যত দিন পর্যন্ত চুক্তির মেয়াদ আছে, আমি দায়িত্ব পালনের দিকে তাকিয়ে আছি। বোর্ড যদি বদলে যায় এবং তারা যদি পরিবর্তন চায়, আমার তাতে সমস্যা নেই। তারা যদি আমাকে চালিয়ে নিতে বলে, আমাকে নিয়ে খুশি থাকে, আমিও খুশি মনে দায়িত্ব পালন করব।'

এফআই