বাংলাদেশ থেকে আরব আমিরাতে সরিয়ে নেওয়া হয়েছে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর। এমন সংবাদ নিঃসন্দেহে দেশের ক্রিকেট সংশ্লিষ্টদের জন্য সুখকর নয়। বাংলাদেশ থেকে বিশ্বকাপ আসর প্রত্যাহরের সিদ্ধান্ত ঘোষণার পর ঢাকা পোস্টকে অনুভূতি ব্যক্ত করেছেন বিসিবির নারী বিভাগের প্রধান হাবিবুল বাশার সুমন। 

খবরটি শুনে খারাপ লাগছে জানিয়ে বাশার বলেন, ‘খারাপ লাগছে, এটা খুবই স্বাভাবিক। ঘরের মাঠে বিশ্বকাপ হওয়াটা অনেক বড় ব্যাপার আমাদের সবার জন্য। খেলোয়াড়দের জন্য খারাপ লাগছে, ওরা খুব আশা করে ছিল দেশের মাটিতে বিশ্বকাপ খেলবে।’

বাংলাদেশ থেকে বিশ্বকাপ সরে যাওয়ায় ক্রিকেটারদেরও মন খারাপ বলে মনে করেন বাশার, ‘আমরা সবাই আগে আলাপ করেছিলাম আমাদের ভেতর একটা শঙ্কা ছিল যে, বিশ্বকাপটা শিফট করতে পারে। তখনও সবার মন খারাপ ছিল, তারা আশঙ্কা করছিল যদি সরে যায়। দেশের মাটিতে বিশ্বকাপ খেলবে এরকম একটা স্বপ্ন থাকে সবার। এজন্য সবার একটু আপসেট থাকাটা খুবই স্বাভাবিক।’

তবে মন খারাপ করে না থেকে পরিকল্পনামতো সামনের দিকে তাকানোর কথাও বললেন সাবেক এই টাইগার অধিনায়ক, ‘আমরা এটা নিয়ে খুব বেশি আসলে চিন্তা করতে চাই না, কারণ বিশ্বকাপটা হচ্ছে। পরিকল্পনা আগের মতোই থাকবে, বিশ্বকাপ ঘিরে এটাতে এখন আমাদের পূর্ণ মনোযোগ। এটা নিয়ে মন খারাপ করে বসে থাকলে তো হবে না, বিশ্বকাপ খেলতে হবে সে যেখানেই হোক।’

দেশের মাটিতে বিশ্বকাপ আয়োজনের সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে বলে মনে করেন নারী বিভাগের প্রধান এই কর্তা, ‘সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে এটা আপনিও জানেন, আমরাও সবাই জানি। আমাদের পক্ষ থেকে যত প্রস্তুতি নেওয়া সম্ভব সবই ছিল, তবে সিদ্ধান্তটা আমাদের হাতে ছিল না।’

আইসিসির বিবৃতিতে বলা হয়েছে, আরব আমিরাতের মাটিতে বিশ্বকাপ আসর বসলেও, আয়োজক হিসেবে কাজ করবে বিসিবি। বহুল প্রতীক্ষিত নবম টি-টোয়েন্টি আসরের ম্যাচগুলো হবে দুটি ভেন্যুতে– দুবাই ও শারজাহ। আগে থেকে নির্ধারিত সূচিতেই ৩-২০ অক্টোবর বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।

এসএইচ/এএইচএস