টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে নিজেদের অবস্থান জানাল বিসিবি
চলতি বছরের অক্টোবরে বাংলাদেশের মাটিতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে দেশের ক্ষমতার পালাবদলের পর অস্থিতিশীল পরিস্থিতিতে শঙ্কা জেগেছে বিশ্বকাপ আয়োজন নিয়ে। যদিও এখনো পর্যন্ত নিজেদের সামর্থ্য নিয়ে শতভাগ আত্মবিশ্বাসী বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আইসিসি কথা বলছে বিকল্প ভেন্যুর বিষয়েও। অন্তর্বর্তীকালীন সরকার আবার বিশ্বকাপ নিজেদের দেশে রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেই খবর। বিশ্বকাপ আয়োজন নিয়ে আজ (সোমবার) আবারো নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বিসিবি। মিরপুর শের-ই বাংলার মাঠে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।
বিজ্ঞাপন
এ সময় তিনি বলেন, 'আমরা পুরোপুরি আত্মবিশ্বাসী, সঠিক সময়ের মাঝে আমরা করতে পারব। তবে দেশের পরিস্থিতি অনুযায়ী কাজ করছে সরকার, সহায়তা নিয়ে পাশে আছে সেনাবাহিনী, 'তারপরও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সরকার কাজ করছেন। এই সরকার দায়িত্ব গ্রহণের প্রথম দিনই আমাদের ডাকা হয়েছিল বিশ্বকাপ নিয়ে আলোচনা করতে। বাংলাদেশ সেনাবাহিনী থেকেও আমাদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। দুটি বিষয়ই আইসিসিকে আমরা অবহিত করেছি। প্রস্তুতি নিয়ে আমরা খুশি।'
শোনা যাচ্ছে কোনো কোনো দেশের নাগরিকদের বাংলাদেশ সফরে ভিসা নিষেধাজ্ঞা রয়েছে। যদিও ভিসা নিষেধাজ্ঞা না, ভ্রমণ সতর্কতা আছে বলে জানিয়েছেন বিসিবি সিইও। ভিসা নিষেধাজ্ঞা না হলেও এটিই বিশ্বকাপ আয়োজনে সবচেয়ে বড় বাধা বলে মনে করেন তিনি।
নিজামউদ্দিন চৌধুরী সুজন, 'এটা ভিসা নিষেধাজ্ঞা না। ভ্রমণ পরামর্শে সতর্কতা আছে। এই বিষয়ে সরকার কাজ করছে। এটা ক্রিকেট বোর্ড বা আইসিসি পর্যায়ে সমাধানযোগ্য নয়। এটা রাষ্ট্রীয় পর্যায়ের বিষয়। অগ্রগতি হলে সিদ্ধান্ত দেখেই বুঝতে পারবেন। আমরা আমাদের সিদ্ধান্ত নিয়ে রেখেছি। বাকি বিষয়গুলো কিন্তু সংস্থা বা রাষ্ট্র বুঝবে। আমাদের সক্ষমতা বা অভিজ্ঞতা নিয়ে ওদের কোন সন্দেহ নেই।'
এসএইচ/এফআই